Madhyamik Geography Suggestion 2021 PDF Download WBBSE

0

Madhyamik Geography Suggestion 2021 PDF Download WBBSE.

Madhyamik geography complete suggestion 2021 pdf download.

Madhyamik Geography Suggestion 2021

❒  মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১
●  অধ্যায় ভিত্তিক

❒ Chapterwise Questions pattern.

                               Chapter No :- 1
 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
❒ Mcq type questions
❒ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
❒ সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নমান -1)
 

Madhyamik exam 2021 Suggestion most important questions.


1. প্রধান নদী, উপনদী ও শাখানদী-বিধৌত অঞ্চলকে কী বলে?
(a) নদী অববাহিকা (b) ধারণ অববাহিকা (c) নদী উপত্যকা (d) হিমবাহ উপত্যকা
ans. (a) নদী অববাহিকা

2. দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে?
(a) অববাহিকা (b) দোয়াব (c) উপত্যকা (d) ধারণ অববাহিকা
ans. (b) দোয়াব

3. একটি নদী অববাহিকা অন্য নদী অববাহিকা থেকে যে উচ্চভূমি দ্বারা বিচ্ছিন্ন হয়, তাকে বলে
(a) নদী উপত্যকা (b) দোয়াব (c) জলবিভাজিকা (d) ধারণা অববাহিকা
ans. (c) জলবিভাজিকা

4. জলরাশির কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থার চক্রাকার আবর্তনকে বলে
(a) জলচক্র (b) ঋতুচক্র (c) শিলাচক্র (d) খাদ্যচক্র
ans. (a) জলচক্র

5. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল
(a) গঙ্গা (b) আমাজন (c) নীল (d) ব্রক্ষ্মপুত্র
ans. (b) আমাজন

6. উচ্চগতিতে নদীর প্রধান কাজ
(a) বহন (c) সঞ্জয় (d) বহন ও সঞ্চয়
ans. (b) ক্ষয়

7. নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বৃদ্ধি পায়
(a) 25 গুণ (b) 24 গুণ (c) 25 গুণ (d) 26 গুণ
ans. (d) 26 গুণ

৪. পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন
(a) ইচাং (b) ব্ল্যাক ক্যানিয়ন (c) গ্র্যান্ড ক্যানিয়ন (d) এল ক্যানন দ্য কল্কা
ans. (c) গ্র্যান্ড ক্যানিয়ন

9. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
(a) যোগ (b) নায়াগ্রা (c) শিবসমুদ্রম (d) সাল্টো অ্যাঞ্জেল
ans. (d) সাল্টো অ্যাঞ্জেল

10. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত
(a) যোগ (b) নায়াগ্রা (c) স্ট্যানলি বা বোয়ামা (d) শিবসমুদ্রম
ans. (c) স্ট্যানলি বা বোয়ামা

11. পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত হল মেকং নদীর
(a) বোয়ামা (b) নায়াগ্রা (c) খোন (d) ভিক্টোরিয়া
ans. (c) খোন

12. কোন্ প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে মন্থকূপ সৃষ্টি হয়?
(a) নদী (b) বায়ু (c) হিমবাহ (d) সমুদ্রতরঙ্গ
ans. (a) নদী

13. ভারতের বৃহত্তম নদীমধ্যস্থ দ্বীপ বা চর
(a) পূর্বাশা দ্বীপ (b) পান দ্বীপ (c) মাজুলি দ্বীপ (d) কামচাটকা দ্বীপ
ans. (c) মাজুলি দ্বীপ

14. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল
(a) মাজুলি (b) নয়াচর (c) ইলহা-দ্য-মারাজো (d) কোনোটিই নয়
ans. (c) ইলহা-দ্য-মারাজো

15. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ অবস্থিত
(a) আমাজন নদীতে (b) গঙ্গানদীতে (c) ব্রম্মপুত্র নদে (d) সিন্ধু নদে
ans. (a) আমাজন নদীতে

16. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল
(a) মিসিসিপি নদীর বদ্বীপ (b) গঙ্গা-ব্রক্ষ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ (c) কাবেরী নদীর বদ্বীপ (d) হোয়াংহো নদীর বদ্বীপ
ans. (b) গঙ্গা-ব্রক্ষ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ

17. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার হল
(a) নদী (b) সমুদ্র (c) হিমবাহ (d) হ্রদ
ans. (c) হিমবাহ

18. পৃথিবীর ধীরতম হিমবাহ
(a) অ্যান্টার্কটিকার মেসার্ভ (b) আলাস্কার হুভার্ড (c) অ্যান্টার্কটিকার ল্যামবার্ট (d) আলাস্কার মালাসপিনা
ans. (a) অ্যান্টার্কটিকার মেসার্ভ

19. হিমশৈলের কত ভাগ সমুদ্রজলের উপরে থাকে?
(a) 1/4 ভাগ (b) 1/7 ভাগ (c) 7/10 ভাগ (d) 1/9 ভাগ
ans. (d) 1/9 ভাগ

20. ম্যাটারহর্ন শৃঙ্গ একটি
(a) অ্যারেট (b) হিমদ্রোণি (c) ক্র্যাগ (d) পিরামিড চূড়া
ans. (d) পিরামিড চূড়া

21. বড়ো হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ফরাসি ভাষায়
(a) ড্রামলিন (b) সার্ক (c) কার (d) হর্ন
ans. (b) সার্ক

22. সাটল্যান্ডের এডিনবরা ক্যাসল একটি
(a) ক্র্যাগ (b) রসেমতানে (c) টিলা (d) হোয়েলব্যাক
ans. (a) ক্র্যাগ

23. ঢাল পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায়, তাকে বলে
(a) ক্রেভাস (b) সিরাক (c) বার্গস্রুন্ড (d) করি
ans. (c) বার্গস্রুন্ড

24. বায়ুর অবনমন ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তকে বলে
(a) ওয়াদি (b) রান (c) ধান্দ (d) মরীচিকা
ans. (c) ধান্দ

25. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে
(a) সিফ (b) হামাদা (c) বাখান (d) রান
ans. (c) বাখান

26. শিলাময় মরুভুমিকে বলে
(a) ধান্দ (b) রেগ (c) হামাদা (d) ওয়াদি
ans. (c) হামাদা

27. পৃথিবীর বৃহত্তম মরুভূমি
(a) সাহারা (b) আটাকামা (c) থর (d) গোবি
ans. (a) সাহারা

28. চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে বলে
(a) মেসা (b) ধ্রিয়ান (c) লোয়েস (d) বিউট
ans. (b) ধ্রিয়ান

29. পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি অবস্থিত
(a) ইয়াংসিকিয়াং অববাহিকায় (b) টাইগ্রিস অববাহিকায় (c) সিকিয়াং অববাহিকায় (d) হোয়াংহো অববাহিকায়
ans. (d) হোয়াংহো অববাহিকায়

30. মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম
(a) জিউগেন (b) ইনসেলবার্জ (c) গৌর (d) মরুখাত
ans. (d) মরুখাত

31. মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে
(a) গৌর (b) ইনসেলবার্জ (c) ইয়ারদাঙ (d) মোনাডনক
ans. (b) ইনসেলবার্জ

32 প্লায়াকে রাজস্থানের থর মরুভূমিতে বলে

(a) বোলসন (b) শটস্ (c) ধান্দ (d) বাজাদা
ans. (c) ধান্দ

Madhyamik Geography Suggestion Fill in the blanks type questions.

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-1)

A. শূন্যস্থান পূরণ করো :
1. প্রাকৃতিক শক্তি হিসেবে _______ অন্যতম।
ans. নদী

2. উপকূল অঞ্চলে হিমবাহ উপত্যকা জলমগ্ন হয়ে _______ সৃষ্টি করে।
ans. ফিয়র্ড

3. বাজাদা হল বায়ুর _______ এর ফলে গঠিত ভূমিরূপ।
ans. সঞ্চয় কার্য

4. মালভূমির খাড়া প্রান্তভাগে সৃষ্ট জলপ্রপাত _______ নামে পরিচিত।
ans.স্কার্প

5. পৃথিবীর বৃহত্তম সার্ক হল_______।
ans. ওয়ালকট

6. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ হল _______।
ans. হুবার্ড

7. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল _______।
ans. ল্যাম্বার্ট

৪. পৃথিবীর গভীরতম ফিয়র্ড হল _______।

ans. সোজনে

9. ভারতের বৃহত্তম হিমবাহ হল _______।
ans.সিয়াচেন

10. _______নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে।
ans. মিসিসিপি – মিসৌরি

11. 1cm ব্যাসযুক্ত বুদবুদ প্রায়_______kg ওজনের হাতুড়ির মতো আঘাত করে।
ans. ১৮

12. চিরতুষারাবৃত অঞ্চলের নিম্নতম প্রান্তরেখাকে _______বলে।
ans. হিমরেখা

13. পুনর্যৌবন লাভের ফলে নিকবিন্দুতে সৃষ্ট একটি জলপ্রপাত হল_______।
ans. দশম

14. উত্তরাখণ্ড রাজ্যে বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা উপত্যকা একটি _______এর উদাহরণ।
ans. ঝুলন্ত উপত্যকার

15. রাজস্থানের থর মরুভূমির _______ হ্রদ একটি প্লায়া হ্রদ।
ans. সম্বর

16. মরুভূমির শুস্ক নদীখাতকে _______ বলে।
ans. ওয়াদি

Find out the true or false
B. সত্য/মিথ্যা নিরুপণ করো :

1. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হল শিবসমুদ্রম। [F]
2. ছোটো ছোটো ফিয়র্ডকে ফিয়ার্ড বলে। [T]
3. বাখানের প্রতিবাত দিকটি উত্তল হয়।[T]
4. পার্বত্য অঞ্চলে নদীর পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় কম হয়। [F]
5. ইয়ারদাও আরও তীক্ষ্ণ হলে তাকে নিডিল বলে। [T]
6. হিমরেখার উচ্চতা মেরু থেকে নিরক্ষরেখার দিকে ক্রমশ কমে যায়।[F]
7. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গড়ে ওঠে। [T]
৪. সাধারণত শীতকালে ও বসন্তকালে হিমানি সম্প্রপাত ঘটে। [T]
9. অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে মন্থকূপ সৃষ্টি হয়। [T]
10. হিমবাহ সাধারণভাবে বরফের নদী নামে পরিচিত। [T]
11. ধনুকাকৃতি বদ্বীপ ‘ব্যজনী বদ্বীপ' নামে পরিচিত। [T]
12. আরবি ‘wadi' শব্দের অর্থ ‘শুষ্ক ' উপত্যকা। [T]
13. পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি মরুভূমির প্রসারণের কোনো কারণই নয়। [F]
14. Great Green wall হল সাহারা মরুভূমির দক্ষিণপ্রান্তে 7,000km দীর্ঘ ও 15km প্রশস্ত একটি গাছের প্রাচীর। [T]
15. মধ্যগতিতে জলস্রোতের বেগ কমে যাওয়ায় মিয়েন্ডারের সৃষ্টি হয়।[T]

Short type questions
D. একটি বা দুটি শব্দে উত্তর দাও :

1. নদীর উৎস অঞ্চলের অববাহিকাকে কী বলে?
ans. ধারণ অববাহিকা

2. হালকা ও অতিসূক্ষ্ম তুষারকণাকে কী বলে?
ans. নেভে

3. নেভে জমাটবদ্ধ হয়ে বরফের মাঝামাঝি অবস্থার সৃষ্টি হলে তাকে কী বলে ?
ans. ফির্ন

4. বদ্বীপের ‘ডেল্টা’ নামকরণ কে করেন?
ans. হেরোডেটাস

5. পৃথিবীর দীর্ঘতম নদী খাঁড়ি কোনটি?
ans. ওব নদীর খাঁড়ি

6. ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?
ans. গঙ্গা নদীর অববাহিকা

7. শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে?
ans. ক্যানিয়ন

8. পিরামিড চূড়া সুইস আল্পসে কী নামে পরিচিত?
ans. হর্ন

9. ভার্ব কী?
ans. কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলে।

10. কোন্ দেশকে ‘ফিয়র্ডের দেশ’ বলে?
ans. নরওয়েকে

11. আউটওয়াশ প্লেনে সৃষ্ট গর্তগুলিকে কী বলে?
ans. কেটল

12. প্রথম কে, কত খ্রিস্টাব্দে ‘ইনসেলবার্জ নামকরণ করেন?
ans. ভূতত্ত্ববিদ পাসার্জ, 1904 খ্রিস্টাব্দে

13. বায়ুর অপসারণের ফলে সৃষ্ট গর্তকে থর মঙ্গোলিয়ায় কী বলে?
ans. প্যাং কিয়াং হলো

14. গউড বা গাসি কী?
ans. সিফ বালিয়াড়ির মধ্যে যে করিডর থাকে তাকে সাহারায় গউড বলে।

15. বোর্নহার্ডট কী?
ans. ইনসেলবার্জ আরও ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথাবিশিষ্ট ঢিবিতি পরিণত হলে তাকে বলে বোর্নহার্ডট।

16. একটি শীতল মরুভূমির নাম করো।
ans. গোবি মরুভূমি

17. সাহারা মরুভূমির সবচেয়ে বড়ো ইয়ারদাঙ কোথায় দেখা যায়?
ans. তিবেস্তিতে

18. বার্খানয়েড কী ?
ans. পাশাপাশি অবস্থিত বাখান বালিয়াড়িগুলি পরস্পরযুক্ত হয়ে গেলে বৃহৎ বাখান গড়ে ওঠে, তাকে বাখার্নয়েড বলে।

●  Madhyamik exam geography short questions each question 2 marks.


সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-2)

1. নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কী?
2. নদী কাকে বলে?
3. বহির্জাত ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে?
4. নদী উপত্যকা কাকে বলে?
5. জলবিভাজিকা কাকে বলে ?
6. গিরিখাত কাকে বলে?
7. ক্যানিয়ন কাকে বলে?
8. আবদ্ধ শৈলশিরা কী ?
9. প্রপাতকুপ কী?
10. স্বাভাবিক বাঁধ কী?
11. হিমবাহ কাকে বলে?
12. হিমশৈল কাকে বলে?
13. হিমরেখা কাকে বলে?
14. বাগন্ড কী ?
15. পিরামিড চূড়া কী?
16. গ্রাবরেখা কাকে বলে?
17. হিমদ্রোণি কাকে বলে?
18. 'Basket of Eggs Relief' বলতে কী বোঝো?
19. ইনসেলবার্জ কী?
20. বালিয়াড়ি কাকে বলে?
21. সমপ্রায় ভূমি কাকে বলে?
22. অবরোহণ প্রক্রিয়া কাকে বলে?
23. আরোহণ প্রক্রিয়া কাকে বলে ?
24. জলপ্রপাত কী ?
25. নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো?
26. বাখান কী?
27. পেডিমেন্ট কী?
24. বাজাদা কী ?
29. লোয়েস কী?
30, করি বা সার্ক কাকে বলে?

●  Madhyamik exam geography long questions each question 3 marks.
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান- 3)

1. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়?
2. প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয়?
3. বদ্বীপ কীভাবে গঠিত হয়?
4. জলপ্রপাতের পশ্চাদপসারণ বলতে কী বোঝো?
5. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।
6. ড্রামলিন ও রসেমতানের মধ্যে পার্থক্য লেখো।
7. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন?
৪. গ্রাবরেখার শ্রেণিবিভাগ করো।
9. নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো।
10. মরু অঞ্চলে বায়ুর কার্য বেশি দেখা যায় কেন?
11. ইয়ারদাঙ ও জুইগেনের মধ্যে পার্থক্য লেখো।
12. ইনসেলবার্জ ও মোনানকের মধ্যে পার্থক্য লেখো।
13. জলপ্রপাতের শ্রেণিবিভাগ করো।
14. বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি লেখো।
15. হিমবাহের শ্রেণিবিভাগ করো।
16. সিফ বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি কী কী?
17. ফিয়র্ড কী?

●  Madhyamik exam geography long questions each question 5 marks.
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-5)
1. বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
2. বায়ুর সঞ্জয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
3. নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
4. নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
5. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
6. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
7. হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
৪. বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
9. মরুভূমি প্রতিরোধের উপাদানগুলি কী কী ?
10. সুন্দরবন অঞ্চলের লোহাচড়া, নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও।

                  Chapter no:- 2
                          ভারত
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নমান-1)
1. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল।
(a) ইন্দিরা পয়েন্ট (b) কুমারিকা অন্তরীপ (c) ক্যালিমিয়ার অন্তরীপ (d) হায়দরাবাদ
ans. (b) কুমারিকা অন্তরীপ

2. আয়তন অনুসারে বর্তমানে ভারতের স্থান বিশ্বে
(a) পঞম (b) অষ্টম (c) সপ্তম (d) যন্ঠ
ans. (c) সপ্তম

3. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ
(a) মালদ্বীপ (b) শ্রীলঙ্কা (c) মায়ানমার (d) ভুটান
ans. (a) মালদ্বীপ

4. ভারতের নবীনতম রাজ্য
(a) ঝাড়খণ্ড (b) উত্তরাঞ্চল (c) ছত্তিশগড় (d) তেলেঙ্গানা
ans. (d) তেলেঙ্গানা

5. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হল
(a) ভাষা (b) ধর্ম (c) রাজনীতি (d) সামাজিক রীতিনীতি
ans. (a) ভাষা

6. রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়
(a) 1947 খ্রিস্টাব্দে (b) 1950 খ্রিস্টাব্দে (c) 1956 খ্রিস্টাব্দে (d) 1953 খ্রিস্টাব্দে
ans. (d) 1953 খ্রিস্টাব্দে

7. কত খ্রিস্টাব্দে ভারতে রাজ্য পুনর্গঠন আইন কার্যকরী হয় ?
(a) 1947 খ্রিস্টাব্দে (b) 1950 খ্রিস্টাব্দে (d) 1953 খ্রিস্টাব্দে
ans. (C) 1956 খ্রিস্টাব্দে

৪. বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা
(a) 28টি (b) 27টি (c) 25টি (d) 29টি
ans. (d) 29টি

9. হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ
(a) এভারেস্ট (b) গডউইন অস্টিন (c) সান্দাকফু (d) কাঞ্চনজঙ্ঘা
ans. (a) এভারেস্ট

10. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ
(a) এভারেস্ট (b) কাঞ্চনজঙ্ঘা (c) গডউইন অস্টিন (d) সান্দাকফু
ans. (c) গডউইন অস্টিন

11. নদীতীরবর্তী নবীন পলিমাটিকে কী বলে?
(a) ভাঙর (b) ভাবর (c) খাদার (d) সব ক-টি
ans. (c) খাদার

12. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ।
(a) এভারেস্ট (b) গডউইন অস্টিন (c) সান্দাকফু (d) কাঞ্চনজঙ্ঘা
ans. (d) কাঞ্চনজঙ্ঘা

13. ব্যারেন কোন শ্রেণির আগ্নেয়গিরি?
(a) জীবন্ত (b) সুপ্ত (c) মৃত (d) সব ক-টি
ans. (b) সুপ্ত

14. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ
(a) এভারেস্ট (b) K2 (c) সান্দাকফু (d) কাঞ্চনজঙ্ঘা
ans. (c) সান্দাকফু

15. ভারতের সর্বদক্ষিণের পর্বত কোনটি ?
(a) জাভাদি (b) সেভরয় (c) কার্ডামম (d) নীলগিরি
ans. (c) কার্ডামম

16. ভারতের সর্বোচ্চ মালভূমিটির নাম
(a) মেঘালয় মালভূমি (b) ছোটোনাগপুর মালভূমি (c) দাক্ষিণাত্যের মালভূমি (d) লাদাখ মালভূমি
ans. (d) লাদাখ মালভূমি

17. ভারতের বৃহত্তম উপহ্রদ হল
(a) ডাল (b) উলার (c) সম্বর (d) চিল্কা
ans. (d) চিল্কা

18. ‘মরুস্থলী’ শব্দের অর্থ
(a) মৃতের দেশ (b) জীবিত দেশ (C) বাঁচার দেশ (d) সব ক-টি
ans. (a) মৃতের দেশ

19. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ
(a) এভারেস্ট (b) স্যাডল পিক (C) ম্যাককিনলে (d) সান্দাকফু
ans. (b) স্যাডল পিক

20. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল
(a) K2 (b) বিলিগির রঙ্গন (c) কলসুবাই (d) আনাইমুদি
ans. (b) বিলিগির রঙ্গন

21. সমগ্র দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ
(a) দোদাবেতা (b) কার্ডামাম (c) আনাইমুদি (d) ধূপগড়
ans. (c) আনাইমুদি

22. ভারতের কোন্ উপকূল সর্বাধিক ভগ্ন?
(a) কোঙ্কন (b) মালাবার (c) করমণ্ডল (d) কর্ণাটক
ans. (a) কোঙ্কন

23. উৎস অঞ্চলে গঙ্গা কী নামে পরিচিত
(a) পিন্ডার (b) অলকানন্দা (c) মন্দাকিনী (d) ভাগীরথী
ans. (d) ভাগীরথী

24. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হল
(a) হিমালয় পর্বত (b) বিন্ধ্য পর্বত (c) সাতপুরা পর্বত (d) মহাদেব পর্বত
ans. (b) বিন্ধ্য পর্বত

25. ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে
(a) দেবপ্রয়াগে (b) রুদ্রপ্রয়াগে (c) কর্ণপ্রয়াগে (d) হরিদ্বারে
ans. (a) দেবপ্রয়াগে

26. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম
(a) ভার্গবী (b) মেঠা (c) ধানসিরি (d) বেতোয়া
ans. (b) মেঠা

27. সিন্ধু নদের উৎস
(a) গঙ্গোত্রী হিমবাহ (b) সিন-কা-বাব হিমবাহ (c) চেমায়ুং-দুং হিমবাহ (d) জেমু হিমবাহ
ans. (b) সিন-কা-বাব হিমবাহ

28. রাজস্থানের প্রধান নদী
(a) সবরমতী (b) মাহী (c) লুনি (d) মানস
ans. (c) লুনি

29. ভারতের বৃহত্তম নদী দ্বীপ হল
(a) মাজুলি (b) নয়াচর (c) পূর্বাশা (d) বকখালি
ans. (a) মাজুলি

30. ধুঁয়াধার জলপ্রপাত অবস্থিত
(a) তাপ্তী নদীতে (b) কৃষ্ণা নদীতে (c) নর্মদা নদীতে (d) সরাবতী নদীতে
ans. (c) নর্মদা নদীতে

31. ভারতের দীর্ঘতম সেচখাল
(a) পূর্ব যমুনা খাল (b) পশ্চিম যমুনা খাল (c) সারদা খাল (d) উচ্চগঙ্গা খাল
ans. (c) সারদা খাল

32. ভারতের উচ্চতম হ্রদ
(a) চিল্কা (b) কোলেরু (c) ডাল (d) প্যাংগং
ans. (d) প্যাংগং

33. ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা
(a) দামোদর উপত্যকা পরিকল্পনা (b) নর্মদা পরিকল্পনা (c) ভাকরা নাঙ্গাল পরিকল্পনা (d) হিরাকুঁদ পরিকল্পনা
ans. (c) ভাকরা নাঙ্গাল পরিকল্পনা

34. ভারতের উচ্চতম বাঁধটির নাম
(a) হিরাকুঁদ (c) রিহান্দ (d) পাঞ্চেৎ
ans. (b) ভাকরা

35. ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা
(a) চম্বল (b) তুঙ্গভদ্রা (c) ময়ূরাক্ষী (d) হিরাকুঁদ
ans. (d) হিরাকুঁদ

36. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল হল
(a) ইডেন খাল (b) সারদা খাল (c) দুর্গাপুর খাল (d) মেদিনীপুর খাল
ans. (d) মেদিনীপুর খাল

37. ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে
(a) আয়ন বায়ু (b) পশ্চিমা বায়ু (c) মেরু বায়ু (d) মৌসুমি বায়ু
ans. (d) মৌসুমি বায়ু

38. গ্রীষ্মকালে উত্তর ভারতে যে প্রবল তাপপ্রবাহ চলে, তাকে বলে
(a) লু (b) আঁধি (c) বরদৈছিলা (d) কালবৈশাখী
ans. (a) লু

39. আম্রবৃষ্টি দেখা যায়
(a) পূর্ব ভারতে (b) পশ্চিম ভারতে (c) দক্ষিণ ভারতে (d) উত্তর ভারতে
ans. (c) দক্ষিণ ভারতে

40. ভারতে প্রধান ঋতু হল
(a) 4টি (b) 6টি (c) 3টি (d) 5টি
ans. (a) 4টি

41. ভারতের কোন অঞ্চলে বছরে দু-বার বৃষ্টি হয় ?
(a) করমণ্ডল উপকূলে (b) মালাবার উপকূলে (c) কোঙ্কন উপকূলে (d) কর্ণাটক উপকূলে
ans. (a) করমণ্ডল উপকূলে

42. কালবৈশাখী ঝড় ভারতে যে সময়ে হয়
(a) এপ্রিল-মে মাসে (b) মে-জুন মাসে (c) জুন-জুলাই মাসে (d) ফেব্রুয়ারি-মার্চ মাসে
ans. (a) এপ্রিল-মে মাসে

43. মৌসুমি বায়ু যে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়
(a) কর্ণাটকে (b) তামিলনাড়ুতে (c) গুজরাটে (d) কেরলে
ans. (d) কেরলে

44. ভারতে বৃষ্টিপাত প্রধানত যে বিষয় দ্বারা প্রভাবিত হয়
(a) অক্ষাংশ (b) সমুদ্র (c) ভূপ্রকৃতি (d) স্থানীয় বায়ু
ans. (c) ভূপ্রকৃতি

45. বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত একটি শহরের নাম
(a) মুম্বাই (b) শিলং (c) শ্রীনগর (d) কানপুর
ans. (b) শিলং

46. উত্তর-পশ্চিম ভারতে কোন্ বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়?
(a) পশ্চিমা বায়ু (b) মেরু বায়ু (c) মৌসুমি বায়ু (d) আয়ন বায়ু
ans. (a) পশ্চিমা বায়ু

47. ভারতের প্রায় 46% অঞ্চল জুড়ে রয়েছে
(a) পলি মৃত্তিকা (b) রেগুর মৃত্তিকা (c) দোআঁশ মৃত্তিকা (d) লোহিত মৃত্তিকা
ans. (a) পলি মৃত্তিকা

48. উত্তর ভারতে গঙ্গানদীর তীরবর্তী প্রাচীন মৃত্তিকাকে বলে
(a) ভাঙর (b) ভুর (c) ভাবর (d) খাদার
ans. (a) ভাঙর

49. কৃষ্ণ মৃত্তিকার অপর নাম
(a) রেহ (b) ভাবর (c) খাদার (d) রেগুর
ans. (d) রেগুর

50. যে শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়
(a) বেলেপাথর (b) কাদাপাথর (c) ব্যাসল্ট (d) গ্রানাইট
ans. (c) ব্যাসল্ট

51. মরু অঞ্চলের মাটির অপর নাম বা স্থানীয় নাম
(a) চারনোজেম (b) পড়জল (c) এঁটেল
ans. (d) সিরোজেম

52. রাঢ় সমভূমি অঞ্চলে দেখা যায়
(a) ভাঙর মৃত্তিকা (b) খাদার মৃত্তিকা (c) কৃষ্ণ মৃত্তিকা (d) বোদ মৃত্তিকা
ans. (a) ভাঙর মৃত্তিকা

53. গ্রানাইট ও নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যে মৃত্তিকার সৃষ্টি হয়
(a) কৃষ্ণ (b) পডজল (c) লোহিত (d) ল্যাটেরাইট
ans. (c) লোহিত

54. ধৌত প্রক্রিয়া পরিলক্ষিত হয় যে মৃত্তিকায়
(a) কৃষ্ণ (b) লোহিত (c) সিরাজেম (d) ল্যাটেরাইট
ans. d) ল্যাটেরাইট

55. ভারতের বেশিরভাগ উদ্ভিদ যে প্রকৃতির
(a) নিরক্ষীয় চিরহরিৎ (b) সরলবর্গীয় (c) মৌসুমি পর্ণমোচী (d) গুল্ম
ans. (c) মৌসুমি পর্ণমোচী

56. ভারতের মোট বনভূমির পরিমাণ
(a) 460 লক্ষ বর্গকিমি (b) 2.60 লক্ষ বর্গকিমি (c) 6.40 লক্ষ বর্গকিমি (d) 4.60 লক্ষ বর্গকিমি
ans. (c) 6.40 লক্ষ বর্গকিমি

57. ভারত সরকারের বনসংরক্ষণ নীতি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়?
(a) 1952 (b) 1962 (c) 1949 (d) 1972
ans. (a) 1952

58. বৃষ্টিচ্ছায় অঞ্চলে যে শ্রেণির উদ্ভিদ জন্মায়
(a) গুল্ম জাতীয় (b) চিরহরিৎ (c) পর্ণমোচী (d) ম্যানগ্রোভ
ans. (a) গুল্ম জাতীয়

59. আর্দ্র পর্ণমোচী অরণ্যের অন্যতম বৃক্ষ হল
(a) শাল (b) জাম (c) বাবলা
ans. (d) মেহগিনি

60. কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ যে শ্রেণির
(a) পর্ণমোচী (b) ঝোপ ও গুল্ম (c) ম্যানগ্রোভ (d) সরলবর্গীয়
ans. (b) ঝোপ ও গুল্ম

61. ভারতের জাতীয় অরণ্য গবেষণাগার অবস্থিত
(a) দেরাদুনে (b) কলকাতায় (c) দিল্লিতে (d) চেন্নাইতে
ans. (a) দেরাদুনে

62. বনভূমির মোট পরিমাণ যে রাজ্যে বেশি
(a) ওড়িশা (b) ছত্তিশগড় (c) মধ্যপ্রদেশ (d) উত্তরাঞ্চল
ans. (d) উত্তরাঞ্চল

63. পাইন গাছ যে শ্রেণির স্বাভাবিক উদ্ভিদ
(a) গুল্ম জাতীয় (b) সরলবর্গীয় শ্রেণির (c) পর্ণমোচী শ্রেণির (d) আল্পীয় শ্রেণির
ans. (b) সরলবর্গীয় শ্রেণির

64. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়
(a) কাবেরী বদ্বীপে (b) গাঙ্গেয় বদ্বীপে (c) মহানদী বদ্বীপে (d) গোদাবরী বদ্বীপে
ans. (b) গাঙ্গেয় বদ্বীপে

Fill in the blanks
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান-1
A. শূন্যস্থান পূরণ করো :
1. ভারতের পূর্বতম স্থান হল_______।
ans. অরুণাচল প্রদেশের কিবিথু
2. ভারতের উত্তরতম স্থান হল কাশ্মীরের _______।
ans. ইন্দিরা কল
3. ভারতের উত্তর-দক্ষিণের দৈর্ঘ্য_______।
ans. 3,241 কিমি
4. ভারতের পূর্ব-পশ্চিমের দৈর্ঘ্য _______
ans. 2.933 কিমি
5. ভারতের স্থলভাগের পরিসীমা _______ ।
ans. 15,200 কিমি
6. ভারত ও আফগানিস্তানের মধ্যেকার সীমারেখা_______নামে পরিচিত।
ans. ডুরান্ড লাইন
7. ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল_______।
ans. গোয়া
৪._______ হল পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গপথ।
ans. জওহর
9. ভারতের থর মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়িকে_______।
ans. ধ্রিয়ান
10. ‘মালনাদ’ শব্দের অর্থ _______।
ans. পাহাড়ি এলাকা
11._______পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ।
ans. দাফাবুম
12._______দ্বীপে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণাকেন্দ্রটি অবস্থিত।
ans. শ্রীহরিকোটা
13._______ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ।
ans. পরেশনাথ পাহাড়
14. মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় _______বলে।
ans. কয়াল
15. ভারতের একটি আগ্নেয় দ্বীপপুঞ্জ হল _______।
ans. আন্দামান নিকোবর
16. ভারতের একটি প্রবাল দ্বীপপুঞ্জ হল _______।
ans. লাক্ষাদ্বীপ
17. ‘কচ্ছ’ শব্দের অর্থ _______ ।
ans. জলময় দেশ
18. ভারতের প্রাচীনতম পর্বত _______।
ans. আরাবল্লি
19. _______পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত।
ans. হিমালয়
20. ছত্তিশগড় সমভূমির দক্ষিণাংশ_______ নামে পরিচিত।
ans. দণ্ডকারণ্য
21. _______ ‘দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার’ নামে পরিচিত।
ans. করমণ্ডল উপকুল
22. সিন্ধু নদীর পাঁচটি উপনদীকে একত্রে _______ বলে।
ans. পঞ্চনদ
23._______ সিন্ধুর প্রধান উপনদী।
ans. শতদ্রু
24. সাংপো নদী _______ গিরিখাতের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে।
ans. নামচাবারওয়া
25. পদ্মা নদীর সঙ্গে মেশার পর ব্রম্মপুত্র নদের নাম _______।
ans. মেঘনা
26. শোন গঙ্গার _______তীরের উপনদী।
ans. ডান
27. মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল _______।
ans. সম্বর
28. শ্রীনগর অবস্থিত _______হ্রদের তীরে।
ans. ডাল
29. তেহরী বাঁধ প্রকল্প গড়ে উঠেছে _______নদীর ওপর ।
ans. গঙ্গা
30.­­­­­­­________ জলপ্রপাতকে 'ভারতের নায়াগ্রা’ বলে।
ans. চিত্রকূট
31. দিহং, দিবং এবং_______নদীর মিলিত প্রবাহের নাম ব্রম্মপুত্র।
ans. লোহিত
32. দক্ষিণ ভারতে _______খালের প্রচলন বেশি।
ans. প্লাবন
33._______ব্রহ্মপুত্রের বৃহত্তম উপনদী।
ans. মানস
34._______ভারতে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
ans. ঋতু পরিবর্তন
35. ভারতে গ্রীষ্মকাল_______এবং শীতকাল_______ প্রকৃতির হয়।
ans. আদ্র, শুষ্ক
36. সমুদ্র উপকূল অঞ্চলের জলবায়ু সারাবছরই _______ ।
ans. সমভাবাপন্ন
37. শীতকালে _______বায়ুর প্রভাবে ভারতে তেমন বৃষ্টিপাত হয় না।
ans. উত্তর-পূর্ব মৌসুমি
38. পশ্চিম উপকূলের তুলনায় পূর্ব উপকূলে বৃষ্টিপাত_______ হয়।
ans. কম
39. শীতকালে ভারতীয় ভূখণ্ডের ওপর _______ চাপ বিরাজ করে।
ans. উচ্চ
40. ‘মৌসুমি’_______একটি - শব্দ, যার অর্থ হল________।
ans. আরবি, ঋতু
41. পশ্চিমবঙ্গে শরৎকালে সৃষ্ট ঘূর্ণিঝড়কে _______ বলে।
ans. আশ্বিনের ঝড়
42. কালবৈশাখী ঝড় উত্তর-পশ্চিম দিক থেকে আসে বলে এর অপর নাম_______।
ans. নরওয়েস্টার
43. দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর রূপভেদ হল _______ বায়ু।
ans. উত্তর-পূর্ব মৌসুমি
44. পূর্ব হিমালয় অপেক্ষা পশ্চিম হিমালয়ে বৃষ্টিপাতের পরিমাণ_______।
ans. কম
45. এঁটেল মাটির শতকরা 70 ভাগই হল _______ ।
ans. কাদা
46. ভারতের অধিকাংশ কৃষিকাজ _______ মাটিতেই হয়।
ans. পলল
47. পার্বত্য মৃত্তিকা _______ বর্ণের।
ans. ধূসর
48. জোয়ার, বাজরা প্রভৃতি _______ মৃত্তিকার ফসল।
ans. মরু
49. _______ থাকায় কৃষ্ণ মৃত্তিকার রং কালো।
ans. টাইটানিয়াম অক্সাইড
50. ল্যাটেরাইট মৃত্তিকার গ্ৰথন _______।
ans. হালকা
51. দোআঁশ এক ধরনের _______ মৃত্তিকা।
ans. পলি
52. _______ কৃয় মৃত্তিকার অন্যতম বাণিজ্যিক ফসল।
ans. কার্পাস
53. চন্দন গাছ _______ বনভূমির অন্যতম বৃক্ষ।
ans. পর্ণমোচী
54. ভারতে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য_______অঞ্চলে দেখা যায়।
ans. সুন্দরব
55. ভারতে সবচেয়ে বেশি দেখা যায়_______ অরণ্য।
ans. শুষ্কপর্ণমোচী
56. ভারতে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে _______জাতীয় অরণ্য দেখা যায়।
ans. চিরহরিৎ
57. বর্তমান ভারতে _______শতাংশ বনভূমি রয়েছে।
ans. 19.45%
58. রডোডেনড্রন, নাক্সভমিকা প্রভৃতি_______ বনভূমির উদ্ভিদ।
ans. আল্পীয়
59. প্রাকৃতিক পরিবেশে যেসব উদ্ভিদ জন্মায় তাদের _______ বলে।
ans. স্বাভাবিক উদ্ভিদ
60. কোনো স্থানের স্বাভাবিক উদ্ভিদ সেখানকার _______ ওপর নির্ভর করে।
ans. জলবায়ুর
61. সাবাই ঘাস _______ বনভূমির অন্তর্গত।
ans. শুষ্ক পর্ণমোচী
62. _______ সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদ জন্মাতে দেখা যায়।
ans. 100-200 cm

Find out the true and false
B. শুদ্ধ/সত্য এবং অশুদ্ধ/মিথ্যা নিরূপণ করো :

1. ভারতের আয়তন 32 লক্ষ 87 হাজার 233 বর্গকিমি। [T]
2. 88.5° পূর্ব ভারতের প্রমাণ দ্রাঘিমা।[F]
3. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট। [T]
4. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ।[F]
5. ‘তাল’ কথাটির অর্থ হ্রদ। [T]
6. হিমালয় পর্বতমালা টেথিস সাগরে সঞ্চিত পলির দ্বারা সৃষ্টি হয়েছে।[T]
7. পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ হল কারাকোরাম গিরিপথ। [T]
৪. পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম জোজিলা।[T]
9. পূর্বঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি পর্বত। [F]
10. হিমালয় পর্বত আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। [F]
11. উত্তর ভারতের সমভূমি ক্ষয়জাত সমভূমির উদাহরণ। [F]
12. পিরপাঞ্জাল ও জাস্কার পর্বতশ্রেণির মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত। [F]
13. উত্তরপ্রদেশে যে মাটি ‘খাদার’, পাঞ্জাবে সেই মাটিই ‘বেট’ নামে পরিচিত। [T]
14, গঙ্গোত্রী কাশ্মীর হিমালয়ের অন্তর্গত একটি হিমবাহ। [T]
15. আরাবল্লি পর্বত থেকে আগত ক্ষুদ্র ক্ষুদ্র নদীর প্লাবনভূমিকেই ‘রোহি বলা হয়। [T]
16. পূর্বাচল বলতে পূর্ব হিমালয় অঞলকেই বোঝায়। [T]
17. দেরাদুনের ‘সহস্রধারা’ ও সিমলার ‘তাতাপানি’ হল দুটি উয় প্রস্রবণ। [T]
18. দক্ষিণ ভারতে অধিকাংশ নদনদী উপদ্বীপীয় মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন। [T]
19. ভারতে ব্রম্মপুত্র নদের মাধ্যমে বাহিত জলের পরিমাণ সবচেয়ে বেশি। [T]
20. গঙ্গানদী বয়সে হিমালয়ের চেয়ে নবীন। [F]
21. ব্রম্মপুত্রের উৎস তিব্বতের চেমায়ুং-দুং হিমবাহ। [T]
22. ব্রম্মপুত্র নদই.তিব্বতে ‘সাংপো’ নামে পরিচিত। [T]
23. দক্ষিণ ভারতের আদর্শ নদী গোদাবরী। [T]
24, দক্ষিণ ভারতের নদীগুলি নৌ-পরিবহণে উপযোগী। [F]
25. নর্মদা নদীর অপর নাম রেবা নদী। [T]
26. উলার ভারতের বৃহত্তম হ্রদ। [T]
27. মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল হল ভেম্বনাদ কয়াল। [T]
28. ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে। [F]
29. তাপ্তী, নর্মদা নদীর উপত্যকা গ্ৰস্ত উপত্যকা। [T]
30. উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা কম। [F]
31. নাগার্জুন সাগর জলাধার নির্মিত হয়েছে কৃয়া নদীর উপরে।[F]
32. পুণে বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত একটি স্থান। [T]
33. মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা সর্বপ্রথম মেঘালয়ের খাসি পাহাড়ে বাধা পায়। [T]
34. ভারতে ঋতু পরিবর্তন দুটি ভিন্নধর্মী মৌসুমি বায়ুর প্রভাবে হয়। [T]
35. দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে জলবায়ু সমভাবাপন্ন। [F]
36. লাদাখ মালভূমি একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। [T]
37. এল-নিনো ভারতের মৌসুমি বায়ুকে প্রভাবিত করে না। [F]
38. এল-নিনো বছরগুলিতে ভারতে বৃষ্টিপাত বেশি হয়। [F]
39. লা-নিনার প্রভাবে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে।[T]
40. পুবালি জেট বায়ু ভারতের মৌসুমি বায়ুকে প্রভাবিত করে। [T]
41. শীতকালে ভারতের জলবায়ু শীতল কিন্তু আর্দ্র প্রকৃতির। [F]
42. পলি মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম। [F]
43. পলি মৃত্তিকার প্রধান ফসল গম। [F]
44. গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়। [F]
45. ধাপ চাষ পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয় কমায়। [T]
46. মৃত্তিকা ক্ষয়ের ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পায়।
[F]
47. শ্বাসমূল ও ঠেসমূল ম্যানগ্রোভ বৃক্ষের প্রধান বৈশিষ্ট্য।[T]
48. পর্ণমোচী অরণ্যে লাক্ষাকীট পালন করা হয়। [T]
49. হিমালয়ের 4.000 মিটার ঊর্ধ্বে আঙ্গীয় বনভূমি দেখা যায়। [T]
50. চিরহরিৎ অরণ্যে সারাবছরই গাছে ফুল, ফল জন্মাতে দেখা যায়। [T]
51. হিমালয় পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায় না। [F]
52. পশ্চিমঘাট পর্বতের পূর্বঢ়ালে পর্ণমোচী বৃক্ষের বনভূমি দেখা যায়। [T]
53. পর্ণমোচী অরণ্যে মহুয়া, শাল, পলাশ গাছ জন্মায়। [T]
54. পশ্চিমবঙ্গে বেশিরভাগ অঞ্চলে আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখা যায়। [F]
55. স্বাভাবিক উদ্ভিদই অরণ্য তথা বনভূমির সৃষ্টি করে। [T]
Madhyamik geography Suggestion
D. একটি বা দুটি শব্দে উত্তর দাও :

1. ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কী ?
ans. র‍্যাডক্লিফ লাইন

2. ভারতের উপকূলের দৈর্ঘ্য কত?
ans. 5,700 কিমি

3. শ্রীলঙ্কা দেশটি কোন প্রণালী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন?
ans. পক প্রণালী

4. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
ans. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

5. ভারতের পশ্চিমতম স্থানের নাম কী ?
ans. গুজরাটের গুহার মোটি

6. মহীশুর নামক দেশীয় রাজ্যটির বর্তমান নাম কী?
ans. কর্ণাটক

7. ‘দাক্ষিণাত্যের সিঁড়ি’ কাকে বলে?
ans. ডেকানট্র্যাপকে

৪. ভূস্বগ’ বা ‘প্রাচ্যের নন্দনকানন’ কাকে বলে?
ans. কাশ্মীর উপত্যকাকে

9. পশ্চিমঘাট পর্বতের অপর নাম কী?
ans. সহ্যাদ্রি

10. পূর্বঘাট পর্বতের অপর নাম কী?
ans. মলয়াদ্রি

11. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ans. নকরেক

12. বৃহৎ ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কোন প্রণালী?
ans. ডানকান প্রণালী

13. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন্ প্রণালীঃ
ans. 10° প্রণালী

14. কাথিয়াবাড় উপদ্বীপের নীচু জলাভূমিকে কী বলে?
ans. নলহুদ

15. কাশ্মীর উপত্যকার উর্বর পলিস্তরকে কী বলে?
ans. কারেওয়া

16. টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ans. লিওপারগেল

17. লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জের বর্তমান নাম কী?
ans. লক্ষদ্বীপ

18. গঙ্গার প্রধান উপনদীর নাম কী?
ans. যমুনা

19. গঙ্গার প্রধান শাখানদীর নাম কী ?
ans. পদ্মা

20. কাবেরী নদী কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে?
ans. তিরুচিরাপল্লির নিকট

21. তাপ্তী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
ans. মহাদেব পর্বতের মূলতাই উচ্চভূমি থেকে

22. খাম্বা উপসাগরে কোন নদী পতিত হয়েছে?
ans. নর্মদা

23. শিবসমুদ্রম জলপ্রপাত কোন্ নদীতে অবস্থিত?
ans. কাবেরী নদীতে

24. ভারতের জলবায়ু কী প্রকৃতির ?
ans. ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির

25. পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল কোনটি ?
ans. দাক্ষিণাত্য মালভূমি

26. ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম কী?
ans. মৌসিনরাম

27. অসমে কালবৈশাখী কী নামে পরিচিত?
ans. বরদৈছিলা

28. শীতকালে ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত হয় ?
ans. উত্তর-পশ্চিম ভারতে

29. পশ্চিম ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলের নাম লেখো।
ans. মালাবার উপকুল

30. ভারতের অতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি?
ans. রাজস্থানের পশ্চিম অংশ

31. ভারতে গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমি বায়ুর মধ্যে কত ডিগ্রি দিক পরিবর্তন ঘটে?
ans. 180°

32. শুষ্ক অঞ্চলে ক্ষারধর্মী প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত?
ans. ঊষর , কালার প্রভৃতি

33. পলি মৃত্তিকার প্রধান ফসল কী?
ans. ধান

34. হিমাচল প্রদেশের পাথুরে পার্বত্য মৃত্তিকা কী নামে পরিচিত?
ans. কাটিল

35. ভুর কী?
ans. উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের পলি মৃত্তিকা

36. কাজুবাদাম কোন্ মৃত্তিকায় চাষ হয় ?
ans. ল্যাটেরাইট মৃত্তিকায়

37. জলপ্রবাহ দ্বারা মৃত্তিকার উপরের স্তরের ক্ষয় হলে তাকে কী বলে?
ans. পাতক্ষয়

38. কৃষিক্ষেত্রে জলপ্রবাহের আঘাতে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে কী বলে?
ans. প্রণালী ক্ষয়

39. ভারত সরকার কত খ্রিস্টাব্দে বনভূমি সংরক্ষণ আইন বলবৎ করেছে?
ans. 1980 খ্রিস্টাব্দে

40. কোন গাছ থেকে ধুনো পাওয়া যায় ?
ans. শাল

41. কোন্ গাছ থেকে রজন পাওয়া যায় ?
ans. পাইন

42. ভারতে সামাজিক বনসৃজন প্রকল্প কত খ্রিস্টাব্দে শুরু হয়?
ans. 1976 খ্রিস্টাব্দে

43. ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী?
ans. সুন্দরবন

44. মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে কী বলে?
ans. জেরোফাইট

45. ভারতে উৎপন্ন কাঠের বেশিরভাগ কী হিসেবে ব্যবহৃত হয়?
ans. জ্বালানি কাঠ হিসেবে

Madhyamik exam geography short questions

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-2)
1. ভারতকে উপদ্বীপ বলে কেন?
2. ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো?
3. নেফা ((NEFA) কী?
4. ভারতের অন্তর্গত দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলির নাম লেখো।
5. জাতীয় রাজধানী অঞ্চল বলতে কী বোঝো?
6. দুন উপত্যকা বলতে কী বোঝো?
7. কাশ্মীর উপত্যকা কাকে বলে?
৪. কারেওয়া কী?
9. মরুস্থলী কী?
10. কয়াল কী?
11. দণ্ডকারণ্য কাকে বলে?
12. তরাই সমভূমি কাকে বলে?
13. ভাবর অঞ্চল কাকে বলে?
14. কচ্ছের রন কাকে বলে?
15. ভারতের প্রধান জলবিভাজিকাগুলির নাম লেখো।
16. ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ কাকে বলে ও কেন?
17. অন্তর্বাহিনী নদী কাকে বলে?
18. জলসম্পদ সংরক্ষণ কাকে বলে?
19. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে?
20. জলবিভাজিকা ব্যবস্থাপনা কাকে বলে?
21. ভারতকে ‘মৌসুমি জলবায়ুর দেশ’ বলে কেন?
22. আঁধি কী?
23. লু কী?
24. আম্রবৃষ্টি কী?
25. কফি বৃষ্টি কী?
26. মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?
27. পশ্চিমি ঝঞা কাকে বলে?
28. আশ্বিনের ঝড় কাকে বলে?
29. নরওয়েস্টার কী?
30. মৃত্তিকা কাকে বলে?
31. খাদার কী?
32. ভাঙর কী?
33. রেগুর কাকে বলে?
34. লোহিত মৃত্তিকার রং লাল কেন?
35. কৃষ্ণ মৃত্তিকার রং কালো কেন?
36. ভূমিক্ষয় কাকে বলে?
37. খোয়াই ভূমিরূপ কী?
34. মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো?
39. ল্যাটেরাইট মাটির জলধারণ ক্ষমতা কম কেন?
40. লোহিত মৃত্তিকার উর্বরতা কম কেন?
41. চিরহরিৎ অরণ্য কাকে বলে?
42. ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কাকে বলে?
43. মরু উদ্ভিদ কাকে বলে?
44. ম্যানগ্রোভ অরণ্য বলতে কী বোঝো?
45. আল্পীয় উদ্ভিদ কাকে বলে?
46. সামাজিক বনসৃজন কাকে বলে?
47. কৃষি বনসৃজন কাকে বলে?

Madhyamik exam geography long question Suggestion
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-3)
1. ভারতের অবস্থান নির্দেশ করো।
2. ভারতের অবস্থানগত ভৌগোলিক গুরুত্ব ব্যাখ্যা করো।
3. ভারতের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত অবস্থান ব্যাখ্যা করো।
4. ভারতের রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা লেখো।
5. ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো।
6. উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলের গুরুত্ব কী?
7. ভারতের জনজীবনে হিমালয় পর্বতমালার গুরুত্ব ব্যাখ্যা করো।
৪. উত্তর ভারতের বিশাল সমভূমির বৈশিষ্ট্যগুলি লেখো।
9. খাদার ও ভাঙর কাকে বলে?
10. ডেকানট্র্যাপ কাকে বলে?
11. মালনাদ ও ময়দান বলতে কী বোঝো?
12. পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো।
13. ভারতের জনজীবনে দ্বীপসমুহের প্রভাব লেখো।
14. ভারতকে ‘নদীমাতৃক দেশ’ বলা হয় কেন?
15. উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন?
16. দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পুর্ববাহিনী কেন?
17. ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়নি কেন ?
18. গঙ্গা নদীর মোহনার কাছে অসংখ্য খাঁড়ি দেখা যায় কেন?
19. সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো।
20. ব্রম্মপুত্র নদের গতিপথ বর্ণনা করো।
21. জলসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?
22. ভারতের জনজীবনে নদনদীর প্রভাব লেখো।
23. প্লাবন খাল ও নিত্যবহ, খাল বলতে কী বোঝো?
24. বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করা যায়?
25. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী?
26. জলবিভাজিকা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো।
27. ভারতের জলবায়ুর বৈচিত্র্যের পরিচয় দাও।
28. ভারতের জলবায়ুর ওপর হিমালয় পর্বতমালার প্রভাব ব্যাখ্যা করো।
29. করমণ্ডল উপকূলে বছরে দু-বার বৃষ্টি হয় কেন?
30. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শরৎকালে প্রত্যাবর্তন করে কেন?
31. ভারতে শীতকাল শুষ্ক হয় কেন?
32. ভারতের মৃত্তিকার শ্রেণিবিভাগ করো।
33. ভারতের কৃষিকাজের ওপর মৃত্তিকার প্রভাব আলোচনা করো।
34. কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো।
35. ভারতে কৃষিতে পলিমাটির প্রভাব লেখো।
36. ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য লেখো।
37. মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি কী কী?
38. ভারতের মৃত্তিকা ক্ষয়ের প্রভাবগুলি উল্লেখ করো।
39. পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো।
40. ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ করো।
41. জলবায়ু ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে কীরূপ প্রভাব বিস্তার করে?
42. ম্যানগ্রোভ বনভূমির বৈশিষ্ট্য লেখো।
43. শুষ্ক পর্ণমোচী বনভূমির বৈশিষ্ট্যগুলি লেখো।
44. মরু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো।
45. ভারতে বনভূমি সংরক্ষণ প্রয়োজন কেন?
46. সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কী কী?
47. হিমালয় পার্বত্য অঞ্চলের উদ্ভিদের পরিচয় দাও।
48. কৃষি বনসৃজনের উদ্দেশ্যগুলি উল্লেখ করো।
49. সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো।
50. ভারতে বনভূমি ক্রমশ সংকুচিত হচ্ছে কেন?

Madhyamik exam geography long question.
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-5)
1. উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালার শ্রেণিবিভাগ করে তাদের বৈশিষ্ট্য লেখো।
2. পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো।
3. উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলের মালভূমির ভূপ্রকতির বিবরণ দাও।
4. মধ্য ভারতের উচ্চভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও।
5. দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও।
6. পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকুলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
7. উত্তর ভারতের বিশাল সমভূমির বিবরণ দাও।
৪. গঙ্গানদীর গতিপথ বর্ণনা করো।
9. দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগলির গতিপথ বর্ণনা করে।
10. দামোদর উপত্যকা পরিকল্পনার বিবরণ দাও।
11. জলসম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো।
12. উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে লেখো।
13. ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী?
14. ভারতের জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী?
15. ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো।
16. ভারতের কৃষিতে মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো।
17. ভারতের কৃষিকাজের ওপর মৃত্তিকার প্রভাব লেখো।
18. ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো।
19. ভারতে মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি আলোচনা করো।
20. ভারতে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য ও মৃত্তিকা সংরক্ষণের জন্য কোন্ কোন্ ব্যবস্থা নেওয়া সম্ভব?
21. ভারতে অরণ্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো।
22. ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ করে বিবরণ দাও।
23. ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো।
24. বনভূমি ধ্বংসের কারণগুলি কী কী?

                 Chapter no:- 3
       ভারতের অর্থনৈতিক পরিবেশ

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রশ্নমান-1)
1. প্রকৃতিতে ভারতের কৃষিকাজ হল ।
(a) ব্যাপক কৃষি (b) জীবিকাসত্তাভিত্তিক কৃষি (c) মিশ্র কৃষি (d) বাণিজ্যিক কৃষি
ans. (b) জীবিকাসত্তাভিত্তিক কৃষি

2. একটি খারিফ শস্যের উদাহরণ হল
(a) গম (b) যব (c) ধান (d) তৈলবজি
ans. (c) ধান

3. একটি রবিশস্যের উদাহরণ হল
(a) পাট (b) ইক্ষু (c) তুলো (d) গম
ans. (d) গম

4. একটি জায়িদ শস্য হল ।
(a) আউশ ধান (b) আমন ধান (c) রবার (d), যব
ans. (a) আউশ ধান

5. একটি বাগিচা ফসল হল।
(a) কার্পাস (b) চা (c) ভুট্টা (d) ডাল
ans. (b) চা

6. ভারতের একটি অর্থকরী ফসল হল।
(a) ধান (b) গম (c) পাট (d) জোয়ার
ans. (c) পাট

7. রবিশস্য চাষ হয়।
(a) গ্রীষ্মকালে (b) বর্ষাকালে (c) শরৎকালে (d) শীতকালে
ans. (d) শীতকালে

8. ‘তৃষার্ত ফসল’ হল।
(a) পাট (b) ইক্ষু (c) ধান (d) গম

ans. (c) ধান

9. ভারতের সর্বাধিক জলসেচের প্রয়োজন হয় যে ফসল উৎপাদনে
(a) পাট (b) তুলো (c) গম (d) ধান
ans. (c) গম

10. ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্য প্রথম
(a) পাঞ্জাব (b) উত্তরপ্রদেশ (c) বিহার (d) রাজস্থান
ans. (a) পাঞ্জাব

11. সোনালিকা হল একধরনের উচ্চফলনশীল।
(a) ধান বীজ (b) গম বীজ (c) পাট বীজ (d) কার্পাস বীজ
ans. (b) গম বীজ

12. টেরারোসা জাতীয় লাল মাটিতে ভালো জন্মায়।
(a) ইক্ষু (b) কার্পাস (c) কফি (d) মিলেট (d) পাঞ্জাব
ans. (c) কফি

13. ভারতে কফি উৎপাদনে প্রথম

(a) কেরল (b) তামিলনাড়ু (c) কর্ণাটক
ans. (c) কর্ণাটক

14. বীজতন্তু বলা হয়
(a) পাটকে (b) কাপাসকে (C) শনকে (d) মেস্তাকে
ans. (b) কাপাসকে

15. পিঙ্ক বোল-ওয়র্ম যে চাষের প্রধান শত্রু
(a) ধান (b) গম (c) চা (d) কার্পাস
ans. (d) কার্পাস

16. ভারতে সর্বাধিক ইক্ষু চাষের জমি রয়েছে

(a) উত্তরপ্রদেশে (b) বিহারে (c) গুজরাটে (d) পশ্চিমবঙ্গে
ans. (a) উত্তরপ্রদেশে

17. হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম
(a) অপ্রদেশ (b) বিহার (c) কর্ণাটক (d) তামিলনাড়ু
ans. (d) তামিলনাড়ু

18. কষ্টসহিষ্ণু ফসল হল
(a) ধান (b) গম (c) মিলেট (d) কফি
ans. (c) মিলেট

19. একটি বিশুদ্ধ কাঁচামাল হল
(a) তুলো (b) ধান (c) কয়লা (d) লোহা
ans. (a) তুলো

20. একটি অবিশুদ্ধ কঁচামাল হল
(a) শন (c) মেস্তা (d) আকরিক লোহা (e)পাঠ
ans. (d) আকরিক লোহা

21. একটি খনিজভিত্তিক শিল্প হল
(a) চা শিল্প (b) পশম শিল্প (c) রেয়ন শিল্প (d) অ্যালুমিনিয়াম শিল্প
ans. (d) অ্যালুমিনিয়াম শিল্প

22. একটি কৃষিজ কাঁচামালভিত্তিক শিল্প হল
(a) চিনি শিল্প (b) কাষ্ঠ শিল্প (c) পশম শিল্প (d) রেয়ন শিল্প
ans. (a) চিনি শিল্প

23. একটি প্রাণীজ সম্পদভিত্তিক শিল্প হল
(a) বিস্কুট শিল্প (b) পশম শিল্প (c) ফার শিল্প (d) বস্ত্রবয়ন শিল্প
ans. (b) পশম শিল্প

24. একটি বনজ সম্পদভিত্তিক শিল্প হল
(b) পাট শিল্প (c) চর্ম শিল্প (d) কোনোটিই নয়
ans. (a) কাগজ শিল্প

25. লৌহ-ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল
(a) হেমাটাইট (b) বক্সাইট (c) টিন (d) ক্রায়োলাইট
ans. (a) হেমাটাইট

26. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র হল
(a) বোকারো (b) ভিলাই (c) দুর্গাপুর (d) রাউরকেল্লা
ans. (b) ভিলাই

27. ভারতের একটি বন্দরকেন্দ্রিক লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র হল
(a) ভিলাই (b) রাউরকেল্লা (c) দুর্গাপুর (d) বিশাখাপত্তনম
ans. (d) বিশাখাপত্তনম

28. ভারতের অধিকাংশ লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র যে সংস্থার অধীনস্থ
(a) SAIL (b) IISCO (c) HSL (d) TISCO
ans. (a) SAIL

29. কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান
(a) চতুর্থ (b) তৃতীয় (c) প্রথম (d) দ্বিতীয়
ans. (c) প্রথম

30. ভারতের প্রথম যন্ত্রচালিত কাপড়ের কল স্থাপিত হয়
(a) ঘুষুড়িতে (b) আমেদাবাদে (c) মুম্বাইয়ে (d) কোয়েম্বাটুরে
ans. (a) ঘুষুড়িতে

31. ভারতে প্রথম পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠে
(a) জামনগরে (b) থানেতে (c) টুম্বেতে (d) ভদোদরাতে
ans. (c) টুম্বেতে

32. ইনফোসিস সংস্থাটি যে শিল্পের সঙ্গে জড়িত
(a) কার্পাস (b) তথ্যপ্রযুক্তি (c) পর্যটন (d) ইলেকট্রনিকস
ans. (b) তথ্যপ্রযুক্তি

33. সল্টলেকের সেক্টর v (ফাইভ) যে শিল্পের সঙ্গে যুক্ত
(a) ইলেকট্রনিকস (b) তথ্যপ্রযুক্তি (c) কার্পাস (d) ইঞ্জিনিয়ারিং
ans. (b) তথ্যপ্রযুক্তি

34. হরিয়ানার গুরগাঁও-এ গড়ে উঠেছে।
(a) মোটরগাড়ি শিল্প (b) তথ্যপ্রযুক্তি শিল্প (c) কার্পাসবয়ন শিল্প (d) পেট্রো-রসায়ন শিল্প
ans. (a) মোটরগাড়ি শিল্প

35. মোট জনসংখ্যায় বিশ্বে ভারতের স্থান
(a) প্রথম (b) চতুর্থ (c) পঞ্চম (d) দ্বিতীয়
ans. (d) দ্বিতীয়

36. বর্তমানে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার
(a) দ্রুত ঊর্ধ্বমুখী (b) ধীরে ধীরে উধ্বমুখী (c) নিম্নমুখী (d) স্থিতিশীল
ans. (c) নিম্নমুখী

37. জনঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম
(a) উত্তরপ্রদেশ (b) বিহার (c) কেরল (d) পশ্চিমবঙ্গ
ans. (b) বিহার

38. ভারতের জনঘনত্ব কম
(a) সিকিমে (b) গোয়াতে (c) রাজস্থানে (d) অরুণাচল প্রদেশে
ans. (d) অরুণাচল প্রদেশে

39. ভারতে জনগণনা হয় প্রতি
(a) 5 বছর অন্তর (b) 10 বছর অন্তর (c) 15 বছর অন্তর (d) 20 বছর অন্তর
ans. (b) 10 বছর অন্তর

40. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায়
(a) লাক্ষাদ্বীপে (b) চণ্ডীগড়ে (c) দিল্লি-তে (d) পণ্ডিচেরী-তে
ans. (c) দিল্লি-তে

41. 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে
(a) 340 জন (b) 362 জন (c) 324 জন (d) 382 জন
ans. (d) 382 জন

42. বর্তমান ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা
(a) 940 জন (b) 950 জন (c) 933 জন (d) 1,040 জন
ans. (a) 940 জন

43. প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা সর্বাধিক যে রাজ্যে
(a) পশ্চিমবঙ্গে (b) বিহারে (c) কেরলে (d) অসমে
ans. (c) কেরলে

44. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল
(a) বিহার (b) পশ্চিমবঙ্গ (c) উত্তরপ্রদেশ (d) কেরল
ans. (c) উত্তরপ্রদেশ

45. ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য হল
(a) বিহার (b) কেরল (c) কর্ণাটক (d) মহারাষ্ট্র
ans. (b) কেরল

46. এজেন্ডা 21 যে খ্রিস্টাব্দে স্থাপিত হয়
(a) 1982 (b) 1972 (c) 1992 (d) 2002
ans. (c) 1992

47. বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা
(a) 63টি (b) 53টি (c) 35টি (d) 43টি
ans. (b) 53টি

48. ভারতের একটি শিক্ষাকেন্দ্রিক শহর হল
(a) গান্ধিনগর (b) মীরাট (c) শান্তিনিকেতন (d) পাটনা
ans. (c) শান্তিনিকেতন

49. ভারতের প্রাচীনতম পরিবহণ মাধ্যম হল
(a) জলপথ (b) সড়কপথ (c) রেলপথ (d) রজ্জুপথ
ans. (b) সড়কপথ

50. সবচেয়ে সুলভ পরিবহণ মাধ্যম হল
(a) রেলপথ (b) জলপথ (c) আকাশপথ (d) পাইপলাইন
ans. (b) জলপথ

51. পরিবহণ ব্যয় সর্বাধিক হয়
(a) সড়কপথে (b) রেলপথে (c) আকাশপথে (d) রজ্জুপথে
ans. (c) আকাশপথে

52. ভারতে বর্তমানে জাতীয় সড়কপথের সংখ্যা
(a) 50টি (b) 45টি (c) 60টি (d) 55টি
ans. (d) 55টি

53. ভারতে দীর্ঘতম জাতীয় সড়ক হল
(a) NH-1 (b) NH-2 (c) NH-7 (4) NH-6
ans. (c) NH-7

54. দিল্লি থেকে অমৃতসর হয়ে পাকিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কপথটির নাম হল
(a) NH-1 (b) NH-2 (C) NH-6 (4) NH-7
ans. (a) NH-1

55. সড়কপথের দৈর্ঘ্যে বর্তমানে ভারত পৃথিবীতে
(a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ
ans. (c) তৃতীয়

57. ভারতে প্রথম শ্রেণির বন্দরের সংখ্যা
(a) 10টি (b) 15টি (c) 12টি (d) 13টি
ans. (d) 13টি

58. ভারতের বৃহত্তম বন্দর হল
(a) কলকাতা (b) দিল্লি (c) মুম্বাই (d) মার্মাগাঁও
ans. (c) মুম্বাই

59. ভারতের একটি নদী বন্দর হল
(a) কোচি (b) পারাদ্বীপ (c) কলকাতা (d) চেন্নাই
ans. (c) কলকাতা

60. ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা
(a) 12টি (b) 16টি (c) 15টি (d) 20টি
ans. (b) 16টি

61. পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ হল
(a) দার্জিলিং রজ্জুপথ (b) অমরকণ্টক রজ্জুপথ (c) মুসৌরি রজ্জুপথ (d) ঝরিয়া কয়লাখনির রজ্জুপথ
ans. (d) ঝরিয়া কয়লাখনির রজ্জুপথ

62. ভারতে প্রথম মেট্রোরেল চলা শুরু হয়
(a) নিউদিল্লিতে (b) বেঙ্গালুরুতে (c) মুম্বাইয়ে (d) কলকাতায়
ans. (d) কলকাতায়

63. ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়
(a) 1911 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে (c) 1921 খ্রিস্টাব্দে (d) 1931 খ্রিস্টাব্দে
ans. (a) 1911 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে

64. ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়
(a) 1856 খ্রিস্টাব্দে (b) 1853 খ্রিস্টাব্দে (c) 1854 খ্রিস্টাব্দে। (d) 1858 খ্রিস্টাব্দে
ans. (b) 1853 খ্রিস্টাব্দে

65. ভারতের কম্পিউটারচালিত বন্দর হল
(a) এন্নোর বন্দর (b) মুম্বাই বন্দর (c) চেন্নাই বন্দর (d) জওহরলাল নেহরু বন্দর
ans. (d) জওহরলাল নেহরু বন্দর

Madhyamik geography Suggestion very short types questions
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-1)
A. শূন্যস্থান পূরণ করো
1. একবার চাষ করে বহুদিন পর্যন্ত ফসল পাওয়া যায়, তাকে -------- ফসল বলে।
ans. বাগিচা
2. বর্ষাকালে--------ফসল চাষ করা হয়।
ans. খারিফ
3. শীতকালে-------- ফসল চাষ করা হয়।
ans. রবি
4. গ্রীষ্মকালে --------ফসল চাষ করা হয়।
ans. জায়িদ
5. ভারতে ________ - কে মৌসুমি ফসল বলে।
ans. ধান
6. ধান উৎপাদনে পৃথিবীতে ভারত --------স্থানে রয়েছে।
ans. দ্বিতীয়
7. ভারতে কেন্দ্রীয় গম গবেষণাগার --------অবস্থিত।
ans. পুষায়
৪. ভারতে কেন্দ্রীয় ধান গবেষণাগার --------অবস্থিত।
ans. কটকে
9. ভারতে কেন্দ্রীয় চা গবেষণাগার --------অবস্থিত।
ans. জোড়হাটে
10. ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার --------অবস্থিত।
ans. চিকমাগালুরে
11. ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার --------অবস্থিত।
ans. নাগপুরে
12. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান ------- ।
ans. দ্বিতীয়
13. রাগির আর এক নাম --------।
ans. মারুয়া
14.--------মাটিতে বাজরার চাষ ভালো হয়।
ans. বেলে
15. --------তন্তু ফসলের সর্বশ্রেষ্ঠ।
ans. কার্পাস
16.--------রাজ্য ইক্ষু উৎপাদনে ভারতে প্রথম।
ans. উত্তরপ্রদেশ
17.--------চাষে প্রচুর নারী শ্রমিকের প্রয়োজন হয়।
ans. চা
18. বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক --------।
ans. 1
19. ডেয়ারি শিল্প একটি --------কাঁচামালভিত্তিক শিল্প।
ans. . প্রাণীজ
20. প্লাইউড শিল্প একটি --------কাচামালভিত্তিক শিল্প।
ans. বনজ
21. পশ্চিমবঙ্গের --------পেট্রো-রাসায়নিক শিল্প গড়ে উঠেছে।
ans. হলদিয়ায়
22. সংখ্যার বিচারে ভারতে সর্বাধিক কাপড়ের কল আছে ------- ।
ans. তামিলনাড়ুতে
23. --------শিল্পে সফটওয়্যার, হার্ডওয়্যার ও কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকা প্রয়োজন।
ans. তথ্যপ্রযুক্তি
24. পৃথিবীতে প্রতি ছয়জন মানুষের --------জন ভারতীয়।
ans. এক
25. আদমশুমারি কথাটির অর্থ হল -------- ।
ans. জনগণনা
26. ভারতে প্রথম বিজ্ঞানভিত্তিক আদমশুমারির কাজ শুরু হয় --------খ্রিস্টাব্দে।
ans. 1901
27. ভারতে দশকীয় জনসংখ্যার বৃদ্ধির হার --------শতাংশ।
ans. 17.64
28. ভারতে সাক্ষরতার হার --------শতাংশ।
ans. 74.04
29. ভারতে প্রত্যাশিত আয়ুষ্কাল --------বছর।
ans. 72.20
30. এজেন্ডা-21 গ্রহণ করা হয় --------সম্মেলনে।
ans. বসুন্ধরা
31. ভারতে প্রথম শ্রেণির শহরের সংখ্যা --------টি।
ans. 468
32. পশ্চিমবঙ্গে পরিবহণ ব্যবস্থার উন্নয়নের
কারণে --------গড়ে উঠেছে।
ans. খঙ্গাপুর
33. ভারতে সড়কপথের মোট দৈর্ঘ্যে --------রাজ্য প্রথম।
ans. মহারাষ্ট্র
34. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ বারাণসী --------থেকে বিস্তৃত।
ans. কন্যাকুমারী
35. ভারতের প্রতি 100 বর্গকিমিতে সড়কপথের আয়তন --------কিমি।
ans. 36.10 কিমি
36. ভারতে জাতীয় সড়কপথ মোট সড়কপথের দৈর্ঘ্যের মাত্র --------শতাংশ।
ans. 2
37. রেলপথের দৈর্ঘ্য অনুসারে এশিয়ায় ভারতের --------স্থান।
ans. প্রথম
38. আন্তর্জাতিক বাণিজ্যের --------শতাংশ পণ্যসামগ্রী সমুদ্রপথে চলাচল করে।
ans. 90
39. ভারতের দুর্গম পার্বত্য অঞ্চলে --------বিমান সংস্থা বিমান চালিয়ে থাকে।
ans. বায়ুদূত
40. তরল ও গ্যাসীয় পদার্থ পরিবহণের সুলভ মাধ্যম হল -------- ।
ans. পাইপলাইন
41. --------খ্রিস্টাব্দে কলকাতায় মেট্রোরেল নির্মাণের কাজ শুরু হয়।
ans. 1969
42. --------ভারতের একটি পুনঃরপ্তানি বন্দর।
ans. কলকাতা
43. ভারতে বর্তমানে নাব্য আভ্যন্তরীণ, জলপথের দৈর্ঘ্য প্রায় --------কিমি।
ans. 14,500
44. জাতীয় সড়কের মাধ্যমে দেশের চারটি মেট্রো মহানগরকে সংযুক্ত করার --------পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ans. সোনালি চতুর্ভুজ

True and False
B. শুদ্ধ/সত্য এবং অশুদ্ধ/মিথ্যা নিরূপণ করো :
1. যেসব ফসল বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাদের অর্থকরী ফসল বলে।[T]
2. রবার একটি বাগিচা ফসল।[T]
3. বাগিচাক্ষেত্রগুলির নিকটেই বাগিচা শিল্প গড়ে ওঠে।[T]
4. ‘পশ্চিমবঙ্গের ধানভাণ্ডার’ বলা হয় বর্ধমান জেলাকে।[T]
5. গম ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য।[T]
6. ধান চাষ নিবিড় পদ্ধতিতে হয়।[T]
7. গম উৎপাদনের জন্য 110 দিন তুহিনমুক্ত দিবসের প্রয়োজন। [T]
৪. বিহার গম উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য।[F]
9. উষ্ণ জলবায়ুর স্বল্পজীবী ঘাসজাতীয় উদ্ভিদ হল মিলেট।[T]
10. দাক্ষিণাত্যে বাজরাকে ‘কুম্বু’ বলে।[T]
11. জোয়ার একটি কষ্টসহিষ্ণু ফসল।[T]
12. ভারতের অসমে প্রথম চা চাষ শুরু হয়।[T]
13. হেক্টর প্রতি চা উৎপাদনে তামিলনাড়ু ভারতের মধ্যে প্রথম।[T]
14. ‘সোনালি পানীয়’ বলা হয় কফিকে।[F]
15. ভারতে আরবীয় কফির চাষ বেশি।[T]
16. বল উইভিল পোকা কার্পাস গাছের ক্ষতি করে।[T]
17. সামুদ্রিক লোনা বাতাস কার্পাস চাষের পক্ষে উপযোগী।[T]
18. ইক্ষু কাটার ২৪ ঘণ্টার মধ্যে রস বের করে নিতে হয়।[T]
19. উত্তরপ্রদেশ ইক্ষু উৎপাদনে ভারতে প্রথম।[T]
20. দক্ষিণ ভারতে ইক্ষু চাষ ব্যাপকভাবে বিকাশ লাভ করেছে[F]
21. জমিতে জল জমে থাকলে তা ইক্ষুর পক্ষে হিতকর।[F]
22. পাট একটি বিশুদ্ধ শ্রেণির কাচামাল।[T]
23. লৌহ-ইস্পাত একটি বিশুদ্ধ শ্রেণির কাঁচামাল নির্ভর শিল্প।[F]
24. দেশলাই শিল্প একটি বনজ সম্পদভিত্তিক শিল্প।[T]
25. লৌহ-ইস্পাত শিল্প যে-কোনো স্থানে গড়ে উঠতে পারে।[F]
26. অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1।[F]
27. ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয় মুম্বাইকে।[F]
28. ভারতের বৃহত্তম পেট্রো-রসায়ন শিল্প হল জামনগর।[T]
29. ‘আধুনিক শিল্পদানব’ বলা হয় তথ্যপ্রযুক্তি শিল্পকে।[F]
30, আউটসোর্সিং শব্দটি তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত।[T]
31. মোটরগাড়ি নির্মাণ শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত।[T]
32. বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 16 শতাংশ ভারতীয়।[T]
33. ভারতে প্রথম আদমশুমারি কাজ করা হয় 1872 খ্রিস্টাব্দে।[T]
34. অনুপ্রবেশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কোনো কারণ নয়।[F]
35. নারীশিক্ষা প্রসারের অভাব ভারতের
জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী। [T]
36. ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কেরলে। [T]
37. চণ্ডীগড় ভারতের একটি প্রশাসনিক শহর। [T]
34. খনিজ উত্তোলনকে কেন্দ্র করে ধানবাদে একটি শহর গড়ে উঠেছে। [T]
39. 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল।[T]
40. ভারতীয় রেল দেশের বৃহত্তম সরকারি উদ্যোগ। [T]
41. NH-2 ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ।[T]
42. ব্রম্মপুত্র নদ ভারতের দীর্ঘতম নাব্য জলপথ।[F]
43. এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক পথে বিমান চালায়।[T]
44. ভারতে এলাহাবাদ ও নৈনির মধ্যে সর্বপ্রথম বিমান চলাচল শুরু হয়।[T]
45. ভারতে প্রথম মেট্রোরেল চলাচল শুরু হয় 1984 খ্রিস্টাব্দে।[T]
46. ভারতে জাতীয় সড়ক মোটরওয়েজ নামে পরিচিত।[F]
47. ভারতে বর্তমানে রেলের আঞ্চলিক বিভাগ রয়েছে 16টি।[T]
48. মুম্বাই বন্দরকে ‘ভারতের প্রবেশদ্বার’ বলে।[T]
49. জওহরলাল নেহরু বন্দরের অপর নাম নভসেভা।[T]
50. ভারতের প্রধান বন্দরগুলি পোর্ট ট্রাস্ট সংস্থা দ্বারা পরিচালিত হয়।[T]

Madhyamik geography short questions
D. একটি বা দুটি শব্দে উত্তর দাও :
1. ক্রান্তীয় আর্দ্র জলবায়ুর প্রধান ফসল কী?
ans. ধান

2. ধানকে তৃষার্ত ফসল বলে কেন?
ans. ধান চাষে প্রচুর জল লাগে বলে।

3. ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান চাষ হয়?
ans. পশ্চিমবঙ্গ

4. ‘দক্ষিণের ধানভাণ্ডার’ কোন রাজ্যকে বলে?
ans. তামিলনাড়ু

5. ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম?
ans. পাঞ্জাব

6. ভারতের আখ রাজ্য কাকে বলে?
ans. উত্তরপ্রদেশকে

7. ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ans. লখনউ ও কোয়েম্বাটুরে

৪. কোন্ বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কফি রপ্তানি হয় ?
ans. চেন্নাই

9. ভারতের কোন্ বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ চা রপ্তানি করা হয়?
ans. কলকাতা

10. তামিলনাড়ুর জোয়ারকে কী বলে?
ans. চোলাম

11. ভারতে কোন্ শ্রেণির চা সবচেয়ে বেশি উৎপন্ন হয় ?
ans. কালো চা

12. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে কোথায় সাম্প্রতিককালে চা চাষ শুরু হয়েছে?
ans. অযোধ্যা পাহাড়ে

13. বিশুদ্ধ শ্রেণির কাঁচামাল ব্যবহারকারী শিল্পের অবস্থান কোথায় হয়?
ans. সাধারণ বাজারের নিকট

14. অবিশুদ্ধ কাচামাল ব্যবহারকারী শিল্পের অবস্থান কীরূপ?
ans. সাধারণত কাঁচামাল কেন্দ্রিক

15. পেট্রো-রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কী?
ans. ন্যাপথা

16. কোন্ শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড’ বলে?
ans. লৌহ-ইস্পাত

17. কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
ans. প্রথম

18. ভারতের কোন্ রাজ্যে প্রথম আধুনিক যন্ত্রনির্ভর কার্পাসবয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
ans. পশ্চিমবঙ্গ

19. ভারতে নির্ভরশীল জনসংখ্যা শতকরা কত শতাংশ?
ans. 39.4 শতাংশ

20. ভারতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা কত শতাংশ?
ans. 60.3 শতাংশ

21. ভারতে সর্বশেষ আদমশুমারি কোন্ খ্রিস্টাব্দে হয়েছে?
ans. 2011 খ্রিস্টাব্দে

22. ভারতে পরবর্তী আদমশুমারি কোন্ বছর হবে?
ans. 2021 খ্রিস্টাব্দে

23. উত্তর-দক্ষিণ করিডাের কোন দুটি শহরকে যুক্ত করেছে?
ans. শ্রীনগর ও কন্যাকুমারিকা

24. পূর্ব-পশ্চিম করিডাের কোন্ দুটি শহরকে যুক্ত করেছে?
ans. শিলচর ও পোরবন্দর

25. NH-2 সড়কপথটির অপর নাম কী?
ans. গ্র্যান্ড ট্রাংক রোড

26. NHDP-এর পুরোনাম কী?
ans. National Highway Development Project

27. NHAI-এর পুরোনাম কী?
ans. National Highway Authority of India

28. CITB-এর পুরোনাম কী?
ans. Central Inlandwater Transport Board

29. IWAI-এর পুরোনাম কী?
ans. Inland Waterways Authority of India

30. সোনালি চতুর্ভুজ সড়কপথের মোট দৈর্ঘ্য কত?
ans. 5,846 কিমি

31. উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম করিডােরের দৈর্ঘ্য কত?
ans. 7.300 কিমি

32. মোডেম-এর পুরোনাম কী?
ans. মডিউলেটর-ডিমডিউলেটর

33. ই-মেল-এর পুরোনাম কী ?
ans. ইলেকট্রনিক মেল

34. ইনটারনেটের পুরোকথাটি কী?
ans. ইনটার কানেকটেড নেটওয়ার্কস

35. ভারতে কত খ্রিস্টাব্দে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া স্থাপিত হয় ?
ans. 1995 খ্রিস্টাব্দে

36. ভারতের সরকারি জাহাজ পরিবহণ সংস্থাটি কী?
ans. ইন্ডিয়ান শিপিং কর্পোরেশন

37. ভারতের পরিকল্পনা কমিশন রেলপথকে কী নামে অভিহিত করেছেন?
ans. জাতীয় জীবন রেখা

Madhyamik exam geography Suggestion

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-2)
1. ভারতে কৃষিতে খাদ্যশস্যের প্রাধান্য দেখা যায় কেন?
2. খাদ্য ফসল কাকে বলে?
3. অর্থকরী ফসল কাকে বলে?
4. বাগিচা ফসল কাকে বলে?
5. খারিফ শস্য কাকে বলে?
6. রবিশস্য কাকে বলে?
7. জায়িদ শস্য কাকে বলে?
৪. পশ্চিমবঙ্গের ধানের গোলা’ কাকে বলে ও কেন?
9. দার্জিলিং-এর চা জগৎবিখ্যাত কেন?
10. শ্রমশিল্প কাকে বলে?
11. বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
12. অবিশুদ্ধ কঁচামাল কাকে বলে ?
13. কৃষিভিত্তিক শিল্প কাকে বলে?
14. খনিজভিত্তিক শিল্প কাকে বলে?
15. দ্রব্যসূচক কাকে বলে?
16. শিকড় আলগা শিল্প কাকে বলে?
17. লৌহ-ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কেন?
18. পূর্ত শিল্প কাকে বলে?
19. অনুসারী শিল্প কাকে বলে?
20. পেট্রো-রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলে কেন?
21. তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে?
22. আউটসোর্সিং কী?
23. জনঘনত্ব কাকে বলে?
24. আদমশুমারি বলতে কী বোঝো?
25. ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?
26. এজেন্ডা-21 কী?
27. শহর কাকে বলে?
28. মহানগর কাকে বলে?
29. মেগাসিটি কাকে বলে?
30. নগরায়ণ কাকে বলে?
31. ভারতের সড়কপথের শ্রেণিবিভাগ করো।
32. ই-মেল কী?
33. ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকুলের প্রধান বন্দরগুলির নাম লেখো।

Madhyamik exam geography long question Suggestion


সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন প্রশ্নমান-3

1. ভারতের উৎপন্ন ফসলের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো।
2. ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতের উৎপন্ন ফসলের শ্রেণিবিভাগ করে।
3. দাক্ষিণাত্যের কৃয় মৃত্তিকায় অধিক কার্পাস চাষ হয় কেন ?
4. অসমে অধিক চা চাষ হয়ে থাকে কেন?
5. থারিফ শস্য ও রবিশস্যের মধ্যে পার্থক্য লেখো।
6. খাদ্যশস্য ও বাণিজ্যিক শস্যের মধ্যে পার্থক্য লেখো।
7. খাদ্যফসল ও বাণিজ্যিক ফসলের মধ্যে পার্থক্য লেখো।
৪. কাঁচামালভিত্তিক শিল্পের শ্রেণিবিভাগ করো।
9. শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা কী ?
10. শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে পরিবহণের গুরুত্ব কীরুপ ?
11. জলবায়ু কোনো স্থানে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কীরুপ প্রভাব বিস্তার করে?
12. দুর্গাপুরকে ‘ভারতের রুঢ়’ বলা হয় কেন?
13. আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার’ বলে কেন?
14. ভারতের জাতীয় সড়কপথের গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো।
15. সোনালি চতুর্ভুজ বলতে কী বোঝো?
16. ভারতের নলপথগুলির নামসহ গুরুত্ব উল্লেখ করো।
17. আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বগুলি উল্লেখ করো।
18. ইনটারনেট পরিষেবার গুরুত্বগুলি উল্লেখ করো।'
19. হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল কেন?
20. গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনবসতি নিবিড় কেন?
21. আদমশুমারির সুবিধা ও অসুবিধাগুলি লেখো।
22. অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম কেন?

Madhyamik geography Long Question
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-5)
1. ভারতে কৃষিকাজের বৈশিষ্ট্য উল্লেখ করো।
2. ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও।
3. গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও।
4. ভারতের ধান উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও।
5. উত্তর ভারতে গম চাষ বিকাশ লাভ করেছে কেন?
6. ভারতের গম উৎপাদক অঞ্চলের বিবরণ দাও।
7. চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও।
৪. উত্তর-পূর্ব ভারতে চা চাষ বিকাশ লাভ করার অনুকুল প্রাকৃতিক পরিবেশগুলির বিবরণ দাও।
9. কফি চাষের অনুকূল পরিবেশের বিবরণ দাও।
10. দক্ষিণ ভারতে কফি চাষ বিকাশ লাভ করার কারণগুলি আলোচনা করো।
11. কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও।
12. পশ্চিম ভারতে কার্পাস চাষ বিকাশ লাভ করেছে কেন?
13. ইক্ষুচাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও।
14. কোনো স্থানে শিল্পস্থাপনের কারণগুলি আলোচনা করো।
15. ভারতের পূর্বাংশে লৌহ-ইস্পাত শিল্পের একদেশীভবনের কারণগুলি আলোচনা করো।
16. ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাসবয়ন শিল্পবিকাশের কারণগুলি আলোচনা।
17. ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পবিকাশের কারণগুলি আলোচনা করো।
18. ভারতে পেট্রো-রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী?
19. পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো।
20. ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের বিকাশলাভ করার কারণগুলি কী কী?
21. ভারতে তথ্যপ্রযুক্তি শিল্প বিকাশলাভ করার কারণগুলি ব্যাখ্যা করো।
22. ভারতের অসম জনবণ্টনের কারণগুলি আলোচনা করো।
23. ভারতে শহর-নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
24. ভারতের নগরায়ণের সমস্যাগুলি আলোচনা করো।
25. ভারতের অর্থনৈতিক উন্নতিতে পরিবহণ ব্যবস্থার গুরুত্ব লেখো।
26. রেলপথকে ভারতের জাতীয় জীবনরেখা বলার কারণ বিশ্লেষণ করো।
27. ভারতের অর্থনৈতিক উন্নয়নে জলপথ পরিবহণের ভূমিকা বিশ্লেষণ করো।

                                ❐     সমাপ্ত     ❐
                                               
Click here to download the full
Madhyamik Suggestion PDF
❐  কেন আমাদের সাজেশন গুরুত্বপূর্ণ?
❍   আমদের সাজেশনের বৈশিষ্ট্য    ❍

১)  ৯০% প্রশ্ন কমন ।
২) অধ্যায় ভিত্তিক প্রশ্নের সংযোজন ।
৩) প্রতিটি বিষয়ে প্রশ্নের উত্তর আলোচনা 
৪) টেস্ট ও ফাইনালের নমুনা প্রশ্নপত্র ।
৫) বিগত বছরের প্রশ্নপত্র ।
৬) অনলাইন টেস্ট এর সুবিধা।
৭) মক্ টেস্ট এর প্রশ্নপত্র ।
৮) অনুশীলনীর সমাধান ।
৯) প্রতিদিন এর অনুশীলনীর অভ্যাস
১০) "To The Point " এ উত্তর। 

⬤ WBBSE MADHYAMIK SUGGESTION PROBABILITY.

❍ Upto 90% questions will be in Madhyamik exam.
❍ We suggest this suggestion to carry good marks in Madhyamik 2021  history examination.


Contact Us:-

মাধ্যমিক 2021 পরীক্ষা প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের  সাজেশান্ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন উল্লিখিত নম্বরে ।
7550814404
shubhadipmvv@gmail.com

Post a Comment

0 Comments
close