Madhyamik Examination Bengali Questions and Answer paper 2017

0

 

West Bengal Board Madhyamik (Class 10) Bengali previous years Question Papers with answers full PDF download

West Bengal Madhyamik Board 10th Bengali Question Papers With Answers

Madhyamik Bengali Questions Paper 2017

Madhyamik Bengali Questions Paper 2017


Bengali (First Language)

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ x১৭=১৭             
১.১ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ?
(ক) পুলিশ স্টেশনে (খ) জাহাজ ঘাটে (গ) রেল স্টেশনে (ঘ) বিমান বন্দরে
Ans. (গ) রেল স্টেশনে

১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল
(ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা (গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা
Ans. (ক) আট টাকা দশ আনা

১.৩ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে এক রকম পোষাকে দেখে কি করতে বলেছিল ?
(ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে
Ans. (গ) কুস্তি লড়তে

১.৪ 'সিন্ধুতীরে' কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) লোরচন্দ্রানী (খ) পদ্মাবতী (গ) সতীময়না (ঘ) তোহফা
Ans. (খ) পদ্মাবতী

১.৫ "প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস,"— 'প্রদোষ' শব্দের অর্থ —
(ক) সন্ধ্যা (খ) ভোর (গ) রাত্রি (ঘ) দুপুর
Ans. (ক) সন্ধ্যা

১.৬ ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
(ক) ইন্দিরা (খ) সরমা (গ) নিকষা (ঘ) প্রমিলা
Ans. (ঘ) প্রমিলা

১.৭ "সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন" তার পোশাকি নাম—
(ক) রিজার্ভার (খ) স্টাইলাস (গ) পার্কার (ঘ) পাইলট
Ans. (খ) স্টাইলাস

১.৮ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম—
(ক) বনফুল (খ) পরশুরাম (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
Ans. (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

১.৯ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি —
(ক) ইংরেজি ভাষায় দক্ষ (খ) বাংলা ভাষায় দক্ষ (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে (ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে
Ans. (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে

১.১০ বিভক্তি—
(ক) সর্বদা শব্দের পূর্বে বসে (খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয় (গ) শব্দের পরে আলাদা ভাবে বসে (ঘ) শব্দের পূর্বে আলাদা ভাবে বসে
Ans. (খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয়

১.১১ "তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ।" নিম্নরেখ পদটি —
(ক) অপাদান কারক (খ) কর্ম কারক (গ) করণ কারক (ঘ) অধিকরণ কারক
Ans. (গ) করণ কারক

১.১২ কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে —
(ক) পূর্বপদের অর্থের (খ) পরপদের অর্থের (গ) উভয়পদের (ঘ) ভিন্ন অর্থ সমস্ত পদের
Ans. (খ) পরপদের অর্থের

১.১৩ "ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি"— নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ 
(ক) অব্যয়ীভাব (খ) নঞতৎপুরুষ (গ) বহুব্রীহি (ঘ) কর্মধারয়
Ans. (খ) নঞতৎপুরুষ

১.১৪ "এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁফাতে লাগিল" — বাক্যটি কোন শ্রেণির ?
(ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
Ans. (ক) সরল বাক্য

১.১৫ যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়—
(ক) অনুজ্ঞাবাচক বাক্য (খ) নির্দেশক বাক্য (গ) আবেগসূচক বাক্য (ঘ) প্রশ্নবোধক বাক্য
Ans. (খ) নির্দেশক বাক্য

১.১৬ যে বাক্যে কর্ম কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে—
(ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
Ans. (ঘ) কর্মকর্তৃবাচ্য

১.১৭ "পাঁচ দিন নদীকে দেখা হয় নাই" — এটি কোন বাচ্যের উদাহরণ ?
(ক) কর্তৃবাচ্য (খ) ভাববাচ্য (গ) কর্মবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
Ans. (খ) ভাববাচ্য

২. কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর লেখো: ১x১৯=১৯
২.১ যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাও: ১x৪=৪
২.১.১ তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল ?
Ans. তপনের গল্প পড়ে ছোটোমাসি তার লেখার প্রশংসা করেছিল এবং একটি সন্দেহের সুরে জিজ্ঞাসাও করেছিল যে সে আদৌ কোনোখান থেকে টুকলিফাই বা নকল করেছে কি না ।

২.১.২ "এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল ।"— উদ্দিষ্ট ব্যক্তি কীসের পাতা জলে ফেলতে লাগল ?
Ans. 'নদীর বিদ্রোহ' গল্পের নায়ক নদের চাঁদ তার পকেটে থাকা একটি পুরানো চিঠির পাতা জলে ফেলতে লাগল ।

২.১.৩ "ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।" —ভ্রম'টি কী ?
Ans. 'পথের দাবী' উপন্যাসের নাম— গদ্যাংশের নায়ক, অপূর্ব ফাস্ট ক্লাস প্যাসেঞ্জার হওয়ায় ভেবেছিল যে কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না এবং সে রাত্রিতে সুখনিদ্রার মধ্যেই পরের দিন ভামো পৌঁছে যাবে । একেই 'ভ্রম' বলা হয়েছে ।

২.১.৪ 'অদল বদল' গল্পটি কে বাংলায় তরজমা করেছেন ?
Ans. 'অদল বদল' গল্পটি বাংলায় তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত ।

২.১.৫ জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ?
Ans. জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য বিরাগীকে একশো এক টাকা দিতে চেয়েছিলেন ।

২.২ যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও: ১x৪=৪
২.২.১ "শিশু আর বাড়িরা খুন হলো"—'শিশু আর বাড়িরা' খুন হয়েছিল কেন ?
Ans. 'রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো' যুদ্ধের করাল থাবার আঘাতে 'শিশুরা আর বাড়িরা' খুন হয়েছিল ।

২.২.২ "আমাদের পথ নেই আর"— তাহলে আমাদের করণীয় কী ?
Ans. পথ না থাকার দরুন আমাদের আজ একতাবদ্ধ হয়ে 'আরো বেঁধে বেঁধে' থাকতে হবে ।

২.২.৩ "এসো যুগান্তের কবি"— কবির ভূমিকাটি কী হবে ?
Ans. 'যুগান্তের কবি' আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবানী' — 'ক্ষমা করো ।'

২.২.৪ "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো"— কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?
Ans. গানের চরণযুগলে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ।

২.২.৫ "দেখিয়া রুপের কলা/ বিস্মিত হইল বালা /অনুমান করে নিজ চিতে ।"—'বালা' কী অনুমান করেছিল ?
Ans. প্রশ্নের উদ্ধৃত অংশে 'বালা' অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা, অচেতন পদ্মাবতীকে দেখে অনুমান করেছিল এই কন্যা হয়তো ইন্দ্রশাপে স্বর্গভ্রষ্ট কোনো বিদ্যাধরী অর্থাৎ স্বর্গের গায়িকা ।

২.৩ যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও: ১x৩=৩
২.৩.১ 'হারিয়ে যাওয়া কালি কলম' -এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত ?
Ans. 'হারিয়ে যাওয়া কালি কলম' -এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম আড়াই হাজার পাউন্ড 

২.৩.২ "আমরা ফেরার পথে কোনও পুকুরে ফেলে দিয়ে আসতাম ।" — বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন ?
Ans. প্রশ্নের উদ্ধৃত অংশের প্রাবন্ধিক শ্রীপান্থ হোমটাস্কের জন্য ব্যবহৃত কলাপাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন কারণ তা গোরুতে খেয়ে নিলে অমঙ্গল হবে ।

২.৩.৩ বিশ্ববিদ্যালয়-নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন ?
Ans. বিশ্ব বিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে লেখার বিধান দিয়েছেন । যেমন- অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন ।

২.৩.৪ পরিভাষার উদ্দেশ্য কী ?
Ans. পরিভাষার উদ্দেশ্য হল অর্থ সুনির্দিষ্টকরণ ও ভাষা ও ভাবের সংক্ষিপ্তকরণ ।

২.৪ যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও: ১x৮=৮
২.৪.১ 'শূন্য বিভক্তি' কাকে বলে ?

Ans. যে বিভক্তি শব্দের সহিত যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশিত হয় না, তাকে বলে শূন্য বিভক্তি । যেমন— আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাই । এক্ষেত্রে 'ভাত' হল এমন একটি পদ যেখানে শূন্য বিভক্তি প্রযুক্ত হয়েছে ।

২.৪.২ 'অস্ত্র রাখো' —নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।
Ans. অস্ত্র = কর্মকারকে 'শূন্য' বিভক্তি ।

২.৪.৩ নিত্য সমাস কাকে বলে ?
Ans. নিত্য সমাস : যে সমাসের ব্যাসবাক্য হয় না, সর্বদাই সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যে তার পূর্বপদ ও পর পদের মাত্র একটি ব্যবহার হয়, অন্যটির অর্থ ভিন্ন শব্দ দিয়ে প্রকাশ করা হয় তাকে নিত্য সমাস বলা হয় ।

২.৪.৪ 'চরণ কমলের ন্যায়' —ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ।
Ans. চরণ কমলের ন্যায় = চরণকমল । এটি হল উপমিত কর্মধারয় সমাস ।

২.৪.৫ আমি গ্রামের ছেলে —বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো ।
Ans. 'আমি' হল উদ্দেশ্য এবং 'গ্রামের ছেলে' হল বিধেয় ।

২.৪.৬ একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও 
Ans. একটি অনুজ্ঞাসূচক বাক্য হল — দরজা বন্ধ করো ।

২.৪.৭ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো ।
Ans. কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের জন্য কর্তার সাথে 'দ্বারা', 'দিয়ে', 'কর্তৃক' ইত্যাদি অনুসর্গ প্রয়োগ করতে হবে ।

২.৪.৮ প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও ।
Ans. শিক্ষিকা আমাদের ভূগোল পড়ান । 'শিক্ষিকা' হল প্রযোজক কর্তা । এক্ষেত্রে 'শিক্ষিকা' নিজে ক্রিয়া সম্পাদন না করে 'আমাদের' দিয়ে তা করাচ্ছেন । তাই 'শিক্ষিকা' হল প্রযোজক কর্তা ।

৩. প্রসঙ্গ নির্দেশ-সহ কমবেশি ৬০টি শব্দের উত্তর দাও: ৩+৩=৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩

৩.১.১ হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন ? তিনি কীভাবে মাস্টারমশাই কে বোকা বানিয়েছিলেন ? 
৩.১.২ "নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে" —কে বুঝতে পেরেছে ? নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে ? (১+২)

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৩.২.১ "আসছে নবীন — জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন !" — উদ্ধৃতিটির তাৎপর্য লেখো ।
৩.২.২ "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া;" —কাহাকে 'মহাবাহু' বলা হয়েছে ? তার বিস্ময়ের কারণ কী ? (১+২)

৪. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৪.১ "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোল আনাই বজায় আছে ।" — বাবুটি কে ? তার সাজসজ্জার পরিচয় দাও । (১+৪)
৪.২ জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল, তা বর্ণনা করো ।

১১. কম বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো: ১০
১১.১ বাংলার ঋতু বৈচিত্র্য
১১.২ দৈনন্দিন জীবনে বিজ্ঞান
১১.৩ তোমার প্রিয় পর্যটন কেন্দ্র
১১.৪ একটি গাছ একটি প্রাণ

Post a Comment

0 Comments
close