West Bengal Madhyamik Result 2021

1

West Bengal Madhyamik Exam Result Live Update. 

Madhyamik Results 2021 results today in Corona atmosphere. This time the results are being published on the basis of the evaluation of the past examinations of the candidates. According to the Board of Secondary Education, the results of the secondary will be officially announced at 9 am today. The results will be available on the website (wbbse.wb.gov.in) from 10 am. This year, the examinees will be able to know the results from our website. For that result you need to keep an eye on the mentioned website. Even if you give the registration number (Madhyamik Registration Number) and the date of birth, you can know the result of Madhyamik.

Madhyamik Result 2021
Madhyamik Result 2021

 This time the medium was canceled due to corona abher (covid19). So naturally no student got Admit (Madhyamik Admit Card). No one knows the roll number. So this time the candidates will be able to know the number with the registration and date of birth.Then you have to enter the 10 digit registration number. Then you have to pay the date of birth.


 On the other hand, the results of the high school will be released on Thursday, July 22 at 3 pm. Candidates will be able to know the results through the website from 4 pm. Like last year, the candidates will be able to know the results through the website wb12.abplive.com. In this case also the result can be seen on the website (wbbse.wb.gov.in) with the registration number. According to the Higher Secondary Education Parliament, the day after the results are announced, that is, on July 23, the marksheet of the higher secondary will be received from the school. Admit card along with marksheet certificate will also be given on the same day.

   This year, the merit list of WBBSE and Higher Secondary (WBCHSE) is coming to an end. The Board of Secondary Education and the Parliament of Higher Education have said that since no examination has been held, the merit list will not be officially released.


Websites to check Madhyamik Result 2021.


www.wbbse.wh.gov.in

http://wwbresults.nic.in

www.examete.com

www.anandabazar.com

www.telegraphindia.com

www.abpeducation.com

www.indiaresults.com

www.jagranjosh.com

www.results.shiksha

www.news18bangla.com

 • www.24ghanta.com

Wb10.abplive.com


Madhyamik Result Live Update

  • এবছর বিষয়ভিত্তিক গ্রেড ও নম্বরের সঙ্গে মোট গ্রেড ও নম্বর জানতে পারছেন পরীক্ষার্থীরা 
  • আগামী বছরের পরীক্ষা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি
  • পর্ষদ সভাপতি জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী বছরের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
  • করোনা আবহে এবার পরীক্ষা বাতিল হয়েছে। তাই আনুষ্ঠানিকভাবে কোনও মেধাতালিকা প্রকাশ হয়নি।
  • আজ সকাল ১০ টা থেকেই বিভিন্ন জেলায় পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে কোভিডবিধি মেনে মার্কশিট, অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে স্কুলগুলিকে।
  • সবমিলিয়ে এবারের মাধ্যমিকে নম্বরের ছড়াছড়ি। এত সংখ্যক ফার্স্ট ডিভিশনে পাস এই প্রথম
  • এবার প্রথম ৭৯ জন। মোট নম্বরের থেকে মাত্র তিন নম্বর কম পেয়ে প্রথম ৭৯ জন। এত সংখ্যক প্রথম স্থানাধিকারী এর আগে হয়নি। 
  • সবমিলিয়ে এবারের মাধ্যমিকে নম্বরের ছড়াছড়ি। এত সংখ্যক ফার্স্ট ডিভিশনে পাস এই প্রথম
  • এবার ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি.
  • ৯০ শতাংশ পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশন পেয়েছে, এমনই খবর পর্ষদ সূত্রে
  • করোনা আবহে এবছর, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, দুটি পরীক্ষাই বাতিল হয়ে যায়। পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ হল মাধ্যমিকের।


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

close