Madhyamik History Long Question Suggestion PDF download

0

Madhyamik history long question suggestion 2021.

Madhyamik hisrory suggestion 2021 full detailed suggestion 2021.

West Bengal Board of Secondary Examination history chapter wise question and answers.

WBBSE History syllabus for class 10.

Chapter 1: Concept Of History
Chapter 2: Reform: Characteristics and Observations
Chapter 3: Resistance and Rebellion Characteristics and Analyses
Chapter 4: Early stages of Collective Action Characteristics and Analyses
Chapter 5: Alternative idea and Initiative
(Mid-19th Century to Early 20th Century): Characteristics and Observations

               ।। প্রথম অধ্যায় ।।
           ▧ ইতিহাসের ধারনা ▧

১. আধুনিক ইতিহাসচর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী?
২. নতুন সামাজিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন?
৩. আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী?
৪. জাতীয়তাবাদের উন্মেষে ‘সোমপ্রকাশ’ পত্রিকার ভূমিকা উল্লেখ করো।
৫. আত্মজীবনী হিসেবে ‘জীবনস্মৃতি' সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো।
৬. “বঙ্গদর্শন’ পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গসমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল 
৭. দৃশ্যশিল্পের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো।
৮. স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো।
৯. টীকা লেখো‘বঙ্গদর্শন’ পত্রিকা।
১০. “জীবনস্মৃতি থেকে আমরা উনিশ শতকের ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই?
১১. ইতিহাসের উপাদান হিসেবে ‘জীবনের ঝরাপাতা’-র গুরুত্ব লেখো।
১২. টীকা লেখো নারীর ইতিহাস।
১৩. ‘সোমপ্রকাশ’ পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
১৪. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

               ।। দ্বিতীয় অধ্যায় ।।
         ▧ বৈশিষ্ঠ্য ও পর্যালোচনা ▧

১. বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
২. টীকা লেখো : বিধবাবিবাহ আন্দোলন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩. নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে ‘হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে?
৪. সতীদাহপ্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো।
৫. সমাজসংস্কার আন্দোলনে ব্রাত্যসমাজের কীরূপ ভূমিকা ছিল?
৬. নারীমুক্তি আন্দোলনে ‘বামাবোধিনী পত্রিকার ভূমিকা কী ছিল?
৭. জাতীয় জাগরণে ও সমাজসংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল?
৮. উনিশ শতকের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কী জানো?
৯. আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল ?
১০. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।             
                   ।। তৃতীয় অধ্যায় ।।  
  ▧ প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ ▧

১. তিতুমীর ওয়াহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
২. নীল বিদ্রোহ সফল হওয়ার পিছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয়?
৩. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা স্পষ্ট করো।
৪. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো।
৫. তরিখ-ই-মহম্মদীয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়?
৬. ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল?
৭. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো।
৮. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হওয়ার পিছনে কী কী কারণ ছিল? 
                   ।। চতুর্থ অধ্যায় ।।
      সংঘবদ্ধতার গোড়ার কথা,বৈশিষ্ট্য ও বিশ্লেষণ  

১। বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে?
২। মহাবিদ্রোহকে কি জাতীয় সংগ্রাম বলা যায় ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩। ভারতের জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা উল্লেখ করো।
৪। টীকা লেখো : বঙ্গভাষা প্রকাশিকা সভা।
৫। ভারত সভা গঠনের উদ্দেশ্যগুলি কী কী ছিল?
৬। ভারতমাতা চিত্রটির মধ্য দিয়ে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে?
৭। ভারতের জাতীয় চেতনার বিকাশে ‘গোরা’ ও বিশ্বকবির ভূমিকা লেখো।
৮। টীকা লেখো : সভাসমিতির যুগ।
৯। জমিদার সভা সম্পর্কে যা জানো লেখো।
১০। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
১১। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণির মনোভাব আলোচনা করো।

                   ।। পঞ্চম অধ্যায় ।।
       বিকল্প চিন্তা উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা  

১। বাংলার বিজ্ঞানচর্চায় IACS-এর ভূমিকা লেখো।
২। বাংলাদেশে ছাপাখানার আধুনিকীকরণে ইউ এন রায়চৌধুরীর অবদান আলোচনা করো।
৩। টীকা লেখো : কলকাতা বিজ্ঞান কলেজ।
৪। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক অলোচনা করো।
৫। বাংলায় ছাপাখানা শিক্ষাবিস্তারের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল?
৬। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে করো?
৭। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো।
৮। কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর অবদান কী ছিল?
৯। ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে কি রবীন্দ্রনাথ সমর্থন করেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও
১০। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশের কী ভূমিকা ছিল?
১১। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো
১২। বাংলার ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগ সম্পর্কে কী জানো?
১৩। আধুনিক বিজ্ঞানচর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো।

                   ।। ষষ্ঠ অধ্যায় ।।
     বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও 
 বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

১। বারদৌলি সত্যাগ্রহ কীভাবে অসহযোগ আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত ছিল ?
২। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণির ভূমিকা কী ছিল?
৩। সারা ভারত কিষানসভার উদ্দেশ্য ও কার্যাবলি লেখো।
৪। টীকা লেখো : কংগ্রেস সমাজতন্ত্রী দল।
৫। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণির যোগদান কীরূপ ছিল ?
৬। আইন অমান্য আন্দোলন পর্বে বামপন্থীরা কৃষক আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল ?
৭। উত্তরপ্রদেশে কৃষকসভার নেতৃত্বে কৃষক আন্দোলন সম্পর্কে কী জানো?
৮। একা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো।
৯। টীকা লেখো : ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
১০। বামপন্থী গোষ্ঠী উদ্ভবের জাতীয় পটভূমি কী ছিল বলে তোমার মনে হয়?
১১। ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল?
১২। মোপালা কৃষকদের আন্দোলনকে গড়ে তোলার ক্ষেত্রে খিলাফৎ নেতারা কী ভূমিকা পালন করেছিল?
               ।। অষ্টম অধ্যায় ।।             
উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের
              দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)     

১। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির প্রশ্নে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখো।
২। দেশীয় রাজ্যগুলি কে, কী উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে?
৩। উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো।
৪। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয়?
৫। উদ্বাস্তু পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আলোচনা করো।
৬। উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের শরণার্থীর মধ্যে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি এক ছিল তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও।
৭। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে ভারত সরকারের উদ্যোগগুলি লেখো।
৮। স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে?
৯। ভাষাভিত্তিক রাজ্য গঠনের কারণগুলি লেখো।

❐ কেন আমাদের সাজেশন গুরুত্বপূর্ণ?
❍ আমদের সাজেশনের বৈশিষ্ট্য  

৯০% প্রশ্ন কমন ।
অধ্যায় ভিত্তিক প্রশ্নের সংযোজন ।
প্রতিটি বিষয়ে প্রশ্নের উত্তর আলোচনা 
টেস্ট ও ফাইনালের নমুনা প্রশ্নপত্র ।
বিগত বছরের প্রশ্নপত্র ।
অনলাইন টেস্ট এর সুবিধা।
মক্ টেস্ট এর প্রশ্নপত্র ।
অনুশীলনীর সমাধান ।
প্রতিদিন এর অনুশীলনীর অভ্যাস
"To The Point " এ উত্তর। 

❐ Why Madhyamik suggestion important?
❐ Features of Madhyamik suggestion
90% of the questions common in Madhyamik Exam
Addition of chapter based questions.
Discuss the answers to the questions on each topic
Sample question papers and final tests.
Mock tests online.
Previous year question papers.
Advantage of online tests.

⬤ WBBSE MADHYAMIK SUGGESTION PROBABILITY.

❍ Upto 90% questions will be in Madhyamik exam.
❍ We suggest this suggestion to carry good marks in Madhyamik 2021 history examination.

Contact Us:-
Fill the contact form for website related queries.
Go to form...

মাধ্যমিক 2021 পরীক্ষা প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের সাজেশান্ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন উল্লিখিত নম্বরে ।
Get more Madhyamik Suggestion in WhatsApp Join now

Post a Comment

0 Comments
close