Madhyamik History Suggestion 2021 PDF Download WBBSE

0

Madhyamik history suggestion 2021 PDF download.

Madhyamik history complete suggestion 2021 pdf download. History suggestion 2021. Most important history suggestion 2021.

Madhyamik History Suggestion 2021
Madhyamik history suggestion
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১
● অধ্যায় ভিত্তিক
❒ Chapterwise Questions pattern.
                   Chapter No:-1 
                   ইতিহাসের ধারনা

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)

১. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন
(ক) মুন্সি প্রেমাদ (খ) কৃষণ চন্দর (গ) খুশবন্ত সিং (ঘ) সাদাৎ হাসান মান্টো
ans. (ক) মুন্সি প্রেমাদ

২. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহীদের আত্মবিশ্বাস এনেছিল
(ক) সিপাহীরা ক্রিকেট খেলা শিখেছিল বলে (খ) সিপাহীরা ক্রিকেট ইংরেজদের মতো খেলত বলে (গ) সিপাহীরা মাঝে মাঝে ইংরেজদের পরাজিত করত বলে (ঘ) সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হবে বলে
ans. (গ) সিপাহীরা মাঝে মাঝে ইংরেজদের পরাজিত করত বলে

৩. সত্তর বৎসর’গ্রন্থটি যাঁর জীবনকে অবলম্বন করে রচিত তিনি হলেন
(ক) সরলাদেবী চৌধুরানী (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) বিপিনচন্দ্র পাল (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ans. (গ) বিপিনচন্দ্র পাল

৪. ভারতে ফুটবল খেলার প্রচলন করেন
(ক) ইংরেজরা (খ) পর্তুগীজরা (গ) ফরাসিরা (ঘ) ওলন্দাজরা
ans. (ক) ইংরেজরা

৫. সাধারণ মানুষ-এর সামাজিক জীবন নিয়ে ইতিহাসচর্চা শুরু হয়
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে (খ) ১৯৭০ খ্রিস্টাব্দে (গ) ১৯৮০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৯৬০ খ্রিস্টাব্দে

৬. মোহনবাগান আই এফ এ শিল্ড জয়লাভ করে
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে (খ) ১৯১১ খ্রিস্টাব্দে (গ) ১৯১২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৯১১ খ্রিস্টাব্দে

৭. মেকলে মিনিটস’-এ যে বিষয়টি প্রাধান্য পেয়েছে, তা হল
(ক) সমাজ (খ) শিক্ষা (গ) অর্থনীতি (ঘ) রাজনীতি
ans. (খ) শিক্ষা

৮. এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থের রচয়িতা হলেন
(ক) ইরফান হাবিব (খ) ডেভিড আর্নল্ড (গ) প্রফুল্লচন্দ্র রায় (ঘ) জে ডি বার্নাল
ans. (গ) প্রফুল্লচন্দ্র রায়

৯. ভারতে খেলার ইতিহাসের সূত্রপাত হয়
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে (খ) ১৯৭০ খ্রিস্টাব্দে (গ) ১৯৮৮ খ্রিস্টাব্দে (ঘ) ২০০১ খ্রিস্টাব্দে
ans. (গ) ১৯৮৮ খ্রিস্টাব্দে

১০. মানুষ চাকা আবিষ্কার করেছিল আনুমানিক
(ক) ৩৬০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ (খ) ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ (গ) ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ (ঘ) ৩১০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ
ans. (খ) ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ

১১. প্যারিতে চলচ্চিত্রের জন্ম হয় ১৮৯৫ খ্রিস্টাব্দের ।
(ক) ২৮ ডিসেম্বর (খ) ২৯ ডিসেম্বর (গ) ২৭ ডিসেম্বর (ঘ) ২০ ডিসেম্বর
ans. (ক) ২৮ ডিসেম্বর

১২. ভারতবর্ষে কিচেন গার্ডেনের ধারণা আনে।
(ক) পর্তুগীজরা (খ) ইংরেজরা (গ) ওলন্দাজরা (ঘ) দিনেমাররা
ans. (গ) ওলন্দাজরা

১৩. হিন্দুস্থানের জনজীবন’-এর লেখক হলেন
(ক) নীহাররঞ্জন রায় (খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায় (গ) দয়ারাম সাহানি (ঘ) কে এম আসরফ
ans. (ঘ) কে এম আসরফ

১৪. ভারতে প্রথম চলচ্চিত্র প্রদর্শন হয়।
(ক) বোম্বাইতে (খ) কলকাতায় (গ) মাদ্রাজে (ঘ) দিল্লীতে
ans. (ক) বোম্বাইতে

১৫. নতুনসামাজিক ইতিহাসকে বাদ দিয়ে ইতিহাসচর্চা মূল্যহীন কারণ
(ক) নতুন সামাজিক ইতিহাসে সমাজজীবনের পরিচয় পাওয়া যায় (খ) নতুন সামাজিক ইতিহাস মানুষের কথা বলে
(গ) এই ইতিহাস সময়ের সঙ্গে সাধারণ মানুষ ও তার পারিপার্শ্বের বদলে যাওয়ার ইতিবৃত্তকে তুলে ধরে
(ঘ) এগুলির কোনোটিই নয়
ans. (গ) এই ইতিহাস সময়ের সঙ্গে সাধারণ মানুষ ও তার পারিপার্শ্বের বদলে যাওয়ার ইতিবৃত্তকে তুলে ধরে

১৬. সামাজিক বিজ্ঞান অ্যাসোসিয়েশন গঠিত হয়
(ক) ১৯৭২ খ্রিস্টাব্দে (খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৮২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৯৭ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে

১৭. ভারতে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেন।
(ক) ১৯৮২ খ্রিস্টাব্দে (খ) ১৯৭২ খ্রিস্টাব্দে (গ) ১৯৯১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৯৮২ খ্রিস্টাব্দে

১৮. কোন ভারতীয় ক্লাব প্রথম পাঁচ বছর কলকাতা ফুটবল লিগে জয়ী হয়?
(ক) মোহনবাগান (খ) ইস্টবেঙ্গল (গ) এরিয়ান (ঘ) মহামেডান স্পোটিং
ans. (ঘ) মহামেডান স্পোটিং

১৯. সামাজিক ইতিহাস নিয়ে চর্চা করেন।
(ক) রণজিৎ গুহ (খ) অ্যাডাম স্মিথ (গ) জুরাগন কেকা (ঘ) জেমস মিল
ans. (গ) জুরাগন কেকা

২০. বোরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে ইতিহাসচর্চা করেন?
(ক) খেলা (খ) সামরিক (গ) সামাজিক (ঘ) খাদ্যাভ্যাস
ans. (ক) খেলা

২১. বেঙ্গলি থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৭৮১ খ্রিস্টাব্দে (খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
ans. (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

২২. ভারতের প্রাচীনতম গুহাচিত্র
(ক) অজন্তা (খ) ভীমবেটকা (গ) ইলোরা (ঘ) আলতামিরা
ans. (খ) ভীমবেটকা

২৩. নবান্ন’ নাটকটির লেখক কে?

(ক) উৎপল দত্ত (খ) মধুসূদন দত্ত (গ) দীনবন্ধু মিত্র (ঘ) বিজন ভট্টাচার্য
ans. (ঘ) বিজন ভট্টাচার্য

২৪. ভারতে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম কী?

(ক) রাজা হরিশচন্দ্র (খ) আলম আরদ (গ) মুঘল-ই-আজম (ঘ) সীতার বনবাস
ans. (ক) রাজা হরিশচন্দ্র

২৫. রাজা হরিশচন্দ্র’ ছবিটির পরিচালক কে ছিলেন?

(ক) দাদাভাই নওরোজি (খ) দাদাসাহেব ফালকে (গ) সত্যজিৎ রায় (ঘ) মৃণাল সেন
ans. (খ) দাদাসাহেব ফালকে

২৬. নেতাজি সুভাষচন্দ্র বসু কোন্ প্রেক্ষাগৃহটি উদবোধন করেন?
(ক) পূরবী (খ) ভারতী (গ) কমলা (ঘ) চিত্রা
ans. (ঘ) চিত্রা

২৭. কোন ভারতীয় চিত্রপরিচালক অস্কার পুরস্কার পান?

(ক) দাদাসাহেব ফালকে (খ) সত্যজিৎ রায় (গ) ঋত্বিক ঘটক (ঘ) তরুণ মজুমদার
ans. (খ) সত্যজিৎ রায়

২৮. ভারতে ঘোড়ার পিঠে ডাক প্রবর্তন করেন।
(ক) আকবর (খ) অশোক (গ) কণিষ্ক (ঘ) শেরশাহ
ans. (ঘ) শেরশাহ

২৯. রেলপথ ও টেলিগ্রাফ কোন্ বিদ্রোহ দমনে সাহায্য করেছিল?

(ক) মহাবিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ (গ) চুয়াড় বিদ্রোহ (ঘ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
ans. (ক) মহাবিদ্রোহ

৩০. নদীয়া কাহিনী’ গ্রন্থটির লেখক কে ছিলেন?
(ক) কুমুদনাথ মল্লিক (খ) রাধানাথ বসু (গ) শিবনাথ শাস্ত্রী (ঘ) রামরাম বসু
ans. (ক) কুমুদনাথ মল্লিক

৩১. আদিনা মসজিদ কোথায় অবস্থিত?

(ক) মুরশিদাবাদে (খ) ঢাকাতে (গ) পাণ্ডুয়াতে (ঘ) বারাসতে
ans. (গ) পাণ্ডুয়াতে

৩২. বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
(ক) সত্তর বৎসর (খ) জীবনস্মৃতি (গ) জীবনের ঝরাপাতা (ঘ) যতদূর মনে পড়ে
ans. (ক) সত্তর বৎসর

৩৩. প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক হলেন
(ক) ইমহোটেপ (খ) জেনার (গ) লুই পাস্তুর (ঘ) চরক
ans. (ঘ) চরক

৩৪. শ্রীরামপুর শহরটি কারা প্রতিষ্ঠা করেন?
(ক) ইংরেজরা (খ) ফরাসিরা (গ) দিনেমাররা (ঘ) ওলন্দাজরা
ans. (ক) ইংরেজরা

৩৫. পরিবেশের ইতিহাসচর্চার সূত্রপাত হয় কোন্ দেশে?
(ক) ফ্রান্সে (খ) সুইডেনে (গ) ইটালিতে (ঘ) আমেরিকাতে
ans. (ঘ) আমেরিকাতে

৩৬. সত্তর বৎসর কোন পত্রিকাতে প্রথম ছাপা হয় ?
(ক) বঙ্গদর্শন (খ) প্রবাসী (গ) বঙ্গদূত (ঘ) সমাচার দর্পণ
ans. (খ) প্রবাসী

৩৭. জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
(ক) রবীন্দ্রনাথের (খ) অরবিন্দের (গ) রথীন্দ্রনাথের (ঘ) বঙ্কিমচন্দ্রের
ans. (ক) রবীন্দ্রনাথের

৩৮. জীবনস্মৃতি’ প্রথম প্রকাশিত হয়।
(ক) ১৯১৩ খ্রিস্টাব্দে (খ) ১৯১২ খ্রিস্টাব্দে (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৯১২ খ্রিস্টাব্দে

৩৯. সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হল
(ক) জীবনস্মৃতি (খ) সত্তর বৎসর (গ) জীবনের ঝরাপাতা (ঘ) আমার মেয়েবেলা
ans. (গ) জীবনের ঝরাপাতা

৪০. বঙ্গদর্শন' পত্রিকাটি কখন প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে

৪১. বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
(ক) রবীন্দ্রনাথ (খ) বঙ্কিমচন্দ্র (গ) শরৎচন্দ্র (ঘ) নজরুল ইসলাম
ans. (খ) বঙ্কিমচন্দ্র

৪২. সোমপ্রকাশ’ পত্রিকাটি কখন প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৪ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

৪৩. সোমপ্রকাশ’ পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন
(ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ (খ) দ্বারকানাথ ঠাকুর (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ans. (ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)

১. কত খ্রিস্টাব্দে বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?
ans. ১৮৭২ খ্রিস্টাব্দে

২. সামরিক ইতিহাসচর্চা প্রথম কোথায় শুরু হয় ?
ans. ইংল্যান্ডে

৩. ছেড়ে আসা গ্রাম’ কী ধরনের সাহিত্য ?
ans. স্মৃতিকথামূলক গ্রন্থ

৪. ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চার সূত্রপাত কে করেন?
ans. রণজিৎ গুহ

৫. ইউরোপে নিম্নবর্গের ইতিহাসচর্চা করেন এমন একজন ঐতিহাসিকের নাম লেখো।
ans. এরিখ হবসবম

৬. অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ ইতিহাসের কোন্ ধারণা চর্চা করেন?
ans. নতুন সামাজিক ইতিহাস

৭. দুটি ভারতীয় খেলার নাম লেখো।
ans. দাবা, পাশা

৮. কৃয়নগর ও চন্দননগরের বিখ্যাত খাবারগুলির নাম লেখো।
ans. কৃষ্ণনগর-সরপুরিয়া, চন্দননগর-জলভরা সন্দেশ

৯. রিদিম অফ লাইফ’ গ্রন্থটি কার লেখা?
ans. উদয়শঙ্করের

১০. কুলীন কুলসর্বস্ব' নাটকটি কার লেখা?
ans. রামনারায়ণ তর্কালঙ্কারের

১১. ভারতে প্রথম চলচ্চিত্র কবে প্রদর্শিত হয়?
ans. ১৮৯৬ খ্রিস্টাব্দে

১২. বাংলার চলচ্চিত্র ব্যাবসার সূত্রপাত কে করেন?
ans. বীরেন্দ্রনাথ সরকার

১৩. ভারতে প্রথম রেলপথ কবে চালু হয়?
ans. ১৮৫৩ খ্রিস্টাব্দে

১৪. প্রাচীন ভারতের দুটি গুহাচিত্রের নাম লেখো।
ans. অজন্তা ও ইলোরা

১৫. রাইজ অফ শিখ পাওয়ার’ গ্রন্থটি কার লেখা?
ans. এন কে সিনহার

১৬. শুশ্রুত ও ধন্বন্তরি কে ছিলেন?
ans. প্রাচীন ভারতের চিকিৎসক

১৭ . ভারতের ধ্রুপদ নৃত্যকে ক-ভাগে ভাগ করা যায়?
ans. চার ভাগে

১৮. বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কী ?
ans. সত্তর বৎসর

১৯. 'জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
ans. রবীন্দ্রনাথের

২০.' জীবনের ঝরাপাতা’ কে রচনা করেন?
ans. সরলাদেবী চৌধুরানী

২১. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
ans. সমাচার দর্পণ

২২. সোমপ্রকাশ’ পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
ans. দ্বারকানাথ বিদ্যাভূষণ

২৩. সরকারি নথি কোথায় সংরক্ষিত হয়?
ans. অভিলেখ্যাগারে


ঠিক বা ভুল নির্ণয় করো : (প্রতিটি প্রশ্নের মান-১)

১. মহাফেজখানাতে সরকারি নথি সংরক্ষিত হয়।[T]
২. হিস্ট্রি অফ হিন্দু কেমেস্ট্রি’ প্রফুল্ল রায়ের লেখা।[T]
৩. সমাজে নারীর অবস্থান আলোচনা করা নারী ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য।[T]
৪. স্থানীয় ইতিহাসচর্চা জাতীয় ইতিহাসচর্চার পরিপূরক।[T]
৫. বাগেশ্বরী প্রবন্ধমালা রবীন্দ্রনাথের লেখা।[F]
৬. ক্রিকেট খেলার প্রবর্তন করে ইংরেজরা।[T]
৭. আধুনিক ইতিহাসচর্চায় মানুষের আর্থসামাজিক জীবন বিশ্লেষণ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।[T]
৮. জীবনের ঝরাপাতা’ সরলাদেবীর লেখা।[T]
৯. বঙ্গদর্শন' পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ।[F]
১০. সত্তর বৎসর’ রবীন্দ্রনাথ-এর আত্মজীবনী।[F]

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১. ইংরেজ শাসনের কেন্দ্ররূপে-কলকাতা, বোম্বাই, মাদ্রাজ
২. বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার কেন্দ্ররূপে—শিবপুর, খড়গপুর, বুড়কি, বোম্বাই
৩. প্রাচীন শহররূপে দিল্লী, লক্ষ্ণৌ, কানপুর, ঢাকা, চট্টগ্রাম, পাটনা


❍ নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। বিবৃতি : ইতিহাস রচনায় সরকারি নথি সাবধানে গ্রহণ করা উচিত।

ব্যাখ্যা ১: সরকারি নথিতে অনেক ভুল তথ্য থাকে।
ব্যাখ্যা ২: সরকারি নথিতে ঘটনার বিবৃতি থাকে।
ব্যাখ্যা ৩: সরকারি নথিতে উপনিবেশিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আসে।

ans. ব্যাখ্যা ৩

২. বিবৃতি : ‘সত্তর বৎসর’ একটি অসম্পূর্ণ আত্মজীবনী।

ব্যাখ্যা ১: এই গ্রন্থ বিপিনচন্দ্রের মাত্র বাইশ বছরের স্মৃতিকথা।
ব্যাখ্যা ২: এই গ্রন্থ সম্পূর্ণ প্রকাশিত হয়নি।
ব্যাখ্যা ৩: এই গ্রন্থটি কেবলমাত্র আত্মজীবনী নয়

ans. ব্যাখ্যা ১

৩। বিবৃতি : শিল্প ইতিহাসচর্চা বর্তমানে অতিগুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১: শিল্প ইতিহাসচর্চা সমকালীন সমাজভাবনার প্রতিফলন ঘটায়।
ব্যাখ্যা ২: শিল্প ইতিহাসচর্চা আধুনিক ও বিজ্ঞানসম্মত।
ব্যাখ্যা ৩: এই ইতিহাসচর্চার নানা রূপভেদ বা বৈচিত্র্য আছে।

ans. ব্যাখ্যা ১

৪. বিবৃতি : আধুনিক ইতিহাসচর্চায় বৈচিত্র্য এসেছে।
ব্যাখ্যা ১: যুদ্ধবিদ্যা, আধুনিক অস্ত্রশস্ত্রের ব্যবহার ব্যাখ্যা করার জন্য।
ব্যাখ্যা ২: বিষয়বস্তুকে সমাজের নীচু তলা থেকে বিশ্লেষণ করার জন্য।
ব্যাখ্যা ৩: রাজনৈতিক ইতিহাসের ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য

ans. ব্যাখ্যা ২

৫. বিবৃতি : ইনটারনেট তথ্যসংগ্রহের কাজকে সহজ করে দিয়েছে।
ব্যাখ্যা ১; অল্প সময়ে, অল্প খরচে সহজেই তথ্য পাওয়া যায়।
ব্যাখ্যা ২ : গবেষণামূলক তথ্যগুলি সহজে পাওয়া যায়।
ব্যাখ্যা ৩: উপরের দুটি মতই সত্য বলে।

ans. ব্যাখ্যা ১

❒ সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
১. স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো?
২. দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো।
৩. প্রাচীন ভারতের দুজন চিকিৎসকের নাম লেখো।
৪. সামরিক ইতিহাসের দুটি বৈশিষ্ট্য লেখো।
৫. সামাজিক ইতিহাসের দুটি বৈশিষ্ট্য লেখো।
৬. নিম্নবর্গের ইতিহাসচর্চার ওপর আলোকপাত করেছেন এমন দুজন গবেষকের নাম লেখো ।
৭. সোমপ্রকাশ’ পত্রিকার নাম কেন ‘সোমপ্রকাশ’ রাখা হয় ?
৮. বিশ্বায়ন মানুষের পোশাক-পরিচ্ছদকে কীভাবে প্রভাবিত করেছে?
৯. খেলার ইতিহাসের দুটি গুরুত্ব লেখো।
১০. কোন কোন বিষয় স্থানলাভের ফলে আধুনিক ইতিহাসচর্চায় বৈচিত্র্য এসেছে?
১১. পরিবেশের ইতিহাস কাকে বলে ?
১২. শিল্পচর্চার ইতিহাসের দুটি গুরুত্ব লেখো।
১৩. খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার দুটি গুরুত্ব লেখো।
১৪. শিল্পচর্চার ইতিহাস কাকে বলে?
১৫. পোশাক-পরিচ্ছদ থেকে আমরা কীভাবে ইতিহাসের কথা জানতে পারি?
১৬. ভারতে কবে, কোথায় প্রথম রেলপথ চালু হয়?
১৭. ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের গুরুত্ব লেখো।
১৮. দুটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো।
১৯. কবে, কোথায় প্রথম পরিবেশের ইতিহাস-এর চর্চা শুরু হয়?
২০. ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের দুটি গুরুত্ব লেখো।
২১. কে, কবে ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রথম প্রকাশ করেন?
২২. বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের দুটি উপন্যাসের নাম লেখো।
২৩. সত্তর বৎসর’আত্মজীবনীটি কার? এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
২৪. জীবনস্মৃতি’ কার আত্মজীবনী? এটি কবে প্রথম প্রকাশিত হয়?
২৫. বর্ণ’ সম্পর্কে জওহরলাল নেহরর ধারণাটি কী ছিল?
২৬. নারী ইতিহাসচর্চার উদ্দেশ্য লেখো।
২৭. ইতিহাসের উপাদান সংগ্রহে ইনটারনেটের ভূমিকা বিশ্লেষণ করো।
২৮. সামাজিক ইতিহাস কী?
২৯. ইতিহাসের উপাদানরুপে সংবাদপত্রের গুরুত্ব লেখো।
৩০. “সোমপ্রকাশ’ পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন? কোন বড়োলাট পত্রিকাটি বন্ধ করে দিতে চেয়েছিলেন?

❍  প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
১. আধুনিক ইতিহাসচর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী?
২. নতুন সামাজিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন?
৩. আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী?
৪. জাতীয়তাবাদের উন্মেষে ‘সোমপ্রকাশ’ পত্রিকার ভূমিকা উল্লেখ করো।
৫. আত্মজীবনী হিসেবে ‘জীবনস্মৃতি' সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো।
৬. পোশাক-পরিচ্ছদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত ধারণা দাও।
৭. “বঙ্গদর্শন’ পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গসমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল 
৮. দৃশ্যশিল্পের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো।
৯. স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো।
১০. টীকা লেখো‘বঙ্গদর্শন’ পত্রিকা।
১১. “জীবনস্মৃতি থেকে আমরা উনিশ শতকের ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই?
১২. ইতিহাসের উপাদান হিসেবে ‘জীবনের ঝরাপাতা’-র গুরুত্ব লেখো।
১৩. টীকা লেখো নারীর ইতিহাস।
১৪. ‘সোমপ্রকাশ’ পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
১৫. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

                       Chapter No:- 2
                    বৈশিষ্ঠ্য ও পর্যালোচনা

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)

১. স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন
(ক) রাধাকান্ত দেব (খ) রামমোহন রায় (গ) ডেভিড হেয়ার (ঘ) ড্রিঙ্কওয়াটার বেথুন
ans. (গ) ডেভিড হেয়ার

২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (খ) শিশিরকুমার ঘোষ (গ) গিরিশচন্দ্র ঘোষ (ঘ) দীনবন্ধু মিত্র
ans. (গ) গিরিশচন্দ্র ঘোষ

৩. ওয়ারেন হেস্টিংসের শিক্ষানীতি ছিল।
(ক) পাশ্চাত্যবাদী (খ) সমন্বয়বাদী (গ) প্রাচ্যবাদী (ঘ) কোনোটিই নয়
ans. (গ) প্রাচ্যবাদী

৪. বামাবোধিনী’ ছিল ।
(ক) সাপ্তাহিক পত্রিকা (খ) মাসিক পত্রিকা (গ) ত্রৈমাসিক পত্রিকা (ঘ) দৈনিক পত্রিকা
ans. (খ) মাসিক পত্রিকা

৫৷ জনশিক্ষা কমিটি গঠন করা হয়।
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে

৬. হুতোম পেঁচার নকশা’ রচনা করেন।
(ক) কালীপ্রসন্ন সিংহ (খ) রাজা রামমোহন রায় (গ) হরিচরণ মজুমদার (ঘ) দীনবন্ধু মিত্র
ans. (ক) কালীপ্রসন্ন সিংহ

৭. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন
(ক) জেমস উইলিয়াম কোলভিল (খ) লর্ড ক্যানিং (গ) ডেভিড হেয়ার (ঘ) মন্টফোর্ড ব্রামলি
ans. (ক) জেমস উইলিয়াম কোলভিল

৮। কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন?
(ক) উমাচরণ শেঠ (খ) মধুসূদন গুপ্ত (গ) তারকনাথ পালিত (ঘ) নীলরতন সরকার
ans. (খ) মধুসূদন গুপ্ত

৯. গ্রামবার্তা প্রকাশিকা'র সম্পাদক
(ক) দীনবন্ধু মিত্র (খ) দ্বিজেন্দ্রলাল রায় (গ) হরিচরণ মজুমদার (ঘ) কালীপ্রসন্ন সিংহ
ans. (গ) হরিচরণ মজুমদার

১০. ভারতে ‘পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয়
(ক) উডের ডেসপ্যাচকে (খ) মেকলে মিনিটসকে (গ) চার্টার আইনকে (ঘ) বেন্টিঙ্কের ঘোষণাকে
ans. (ক) উডের ডেসপ্যাচকে

১১. নীলদর্পণ’ নাটকটির লেখক হলেন।
(ক) দীনবন্ধু মিত্র (খ) মধুসূদন দত্ত (ঘ) হরিশচন্দ্র মুখার্জী (গ) জেমস্ লঙ
ans. (ক) দীনবন্ধু মিত্র

১২. নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন।
(ক) দীনবন্ধু মিত্র (খ) রেভারেন্ড লর্ড (গ) মাইকেল মধুসূদন দত্ত (ঘ) কালীপ্রসন্ন সিংহ
ans. (গ) মাইকেল মধুসূদন দত্ত

১৩. আইন পাশ করে সতীদাহপ্রথা রদ করা হয়েছিল, তা হল
(ক) পঞ্চদশ আইন (খ) সপ্তদশ বিধি (গ) তিন আইন (ঘ) অষ্টাদশ বিধি
ans. (খ) সপ্তদশ বিধি

১৪.উনিশ শতকের বাংলার নবজাগরণ যে শ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল
(ক) শ্রমিক (খ) মধ্যবিত্ত (গ) উচ্চবিত্ত (ঘ) কৃষক
ans. (খ) মধ্যবিত্ত

১৫. ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ হল

(ক) স্কটিশ চার্চ (খ) বিটন (গ) লেডি ব্রেবোর্ন (ঘ) বিদ্যাসাগর
ans. (খ) বিটন

১৬. ব্রাক্ষ্মসমাজ প্রতিষ্ঠা করেন
(ক) কেশবচন্দ্র সেন (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) রামমোহন রায় (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ans. (গ) রামমোহন রায়

১৭. পাশ্চাত্য শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির সঙ্গে মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়
(ক) লর্ড হার্ডিঞ্জের প্রতিবেদনে (খ) মেকলের প্রতিবেদনে (গ) অকল্যান্ডের প্রতিবেদনে (ঘ) চার্লস উডের প্রতিবেদনে
ans. (গ) অকল্যান্ডের প্রতিবেদনে

১৮. মেকলে মিনিটস’ প্রকাশিত হয়
(ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে (খ) ১৮১৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে
ans. (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

১৯. ‘উডের ডেসপ্যাচ’ প্রকাশিত হয়
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে

২০. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়
(ক) ১৭৮২ খ্রিস্টাব্দে (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে (গ) ১৮১৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

২১. কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে

২২. নববিধান প্রতিষ্ঠা করেন
(ক) রামমোহন (খ) বিদ্যাসাগর (গ) কেশবচন্দ্র (ঘ) দেবেন্দ্রনাথ
ans. (গ) কেশবচন্দ্র

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নেরমান-১)
১. হুতোম পেঁচা’ কার ছদ্মনাম?
ans. কালীপ্রসন্ন সিংহের

২. কাদের উদ্যোগে ‘পার্থেনন’ নামে সাপ্তাহিক ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়েছিল?
ans. নব্যবঙ্গ গোষ্ঠীর

৩. বামাবোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত একজন লেখিকার নাম লেখো।
ans. ঊষা প্রভা দত্ত

৪. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
ans. ওয়েলেসলি

৫. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
ans. ১৮১৭ খ্রিস্টাব্দে

৬. কত খ্রিস্টাব্দে সতীদাহপ্রথাকে নিষিদ্ধ করা হয়?
ans. ১৮২৯ খ্রিস্টাব্দে

৭. গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
ans. কুমারখালি

৮. কে, কবে দিগদর্শন’ পত্রিকাটি প্রকাশ করেন?
ans. ১৮১৮ খ্রিস্টাব্দে, জন ক্লার্ক মার্শম্যান

৯. বামাবোধিনী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?
ans. ১৮৬৩ খ্রিস্টাব্দে

১০. “হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
ans. গিরিশচন্দ্র ঘোষ

১১. ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কী? কে এটি প্রকাশ করেন ?
ans. বেঙ্গল গেজেট, হিকি

১২. হুতোম পেঁচার নকশা’ কে রচনা করেন?
ans. কালীপ্রসন্ন সিংহ

১৩. কবে তিন আইন পাশ হয়?
ans. ১৮৭২ খ্রিস্টাব্দে

১৪. গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
ans. কাঙাল হরিনাথের

১৫. কাঙাল হরিনাথের প্রকৃত নাম কী?
ans. হরিচরণ মজুমদার

১৬. নীলদর্পণ' নাটকটি কার লেখা? ইংরেজিতে কে নাটকটির অনুবাদ করেন?
ans. দীনবন্ধু মিত্রের, মধুসূদন দত্ত

১৭. ফিল্টারেশন থিযোরি’র প্রবক্তা কে?
ans. মেকলে

১৮. বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?
ans. ড্রিঙ্কওয়াটার বেথুন

১৯. চার্লস উড কে ছিলেন?
ans. বোর্ড অব কন্ট্রোলের সভাপতি

২০. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
ans. ১৮৫৭ খ্রিস্টাব্দে

২১. কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
ans. মেকলে

২২. বিধবাবিবাহ আইন কবে পাশ হয়?
ans. ১৮৫৬ খ্রিস্টাব্দে

২৩. কবে মেকলে মিনিট পেশ হয়?
ans. ১৮৩৫ খ্রিস্টাব্দে

২৪. নব্যবঙ্গ গোষ্ঠীর প্রবক্তা কে?
ans. ডিরোজিও

২৫. নববিধান কে প্রতিষ্ঠা করেন?
ans. কেশবচন্দ্র সেন

২৬. রামকৃয় মিশন কে প্রতিষ্ঠা করেন?
ans. স্বামী বিবেকানন্দ

ঠিক বা ভুল নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১. বিটন বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন।[T]
২. লর্ড হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।[T]
৩. হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা নীলকরদের সমর্থন করে।[F]
৪. গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কুমারখালি গ্রাম থেকে প্রকাশিত হত।[T]
৫. ডিরোজিও নব্যবঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।[T]
৬. স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার।[F]
৭. সতীদাহপ্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়।[F]
৮. বিদ্যাসাগর বিধবাবিবাহের বিরোধিতা করেন.[F]

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করা : (প্রতিটি প্রশ্নের মান-১)

১. পাশ্চাত্য শিক্ষার কেন্দ্ররূপে শ্রীরামপুর ও চুঁচুড়া 
২. নবজাগরণের এলাকা
৩. সংস্কার আন্দোলনের কেন্দ্ররূপে-কলকাতা, বেলুড়
৪. লালন ফকিরের সাধনাশ্রম কুষ্টিয়া


নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো : (প্রতিটি প্রশ্নের মান-১)

১. বিবৃতি : উনিশ শতকে বাংলায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির আবির্ভাব হয়।
ব্যাখ্যা ১: এই সময় প্রাচ্য শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটে।
ব্যাখ্যা ২: এই সময় পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির প্রসার ঘটে।
ব্যাখ্যা ৩: বাঙালিরা নিজস্ব শিক্ষা-সংস্কৃতির প্রতি বিশেষ যত্নবান হয়ে ওঠে।

ans. ব্যাখ্যা 2

২. বিবৃতি – ভারতের অনেক সমাজসংস্কারক ব্রিটিশ শাসন থেকে দেশীয় উন্নয়ন সম্ভব বলে মনে করতেন।

ব্যাখ্যা ১— অনেক সমাজসংস্কারক ঔপনিবেশিক ভাবনার প্রতি আস্থাশীল ছিল।
ব্যাখ্যা ২- তাদের মনে হয়েছিল ব্রিটিশের শিক্ষা-সংস্কৃতি ছিল আধুনিক।
ব্যাখ্যা ৩- তারা মনে করত ইংরেজদের সাহায্যে দেশের উন্নতি সম্ভব।
ans. ব্যাখ্যা 2

৩. বিবৃতি – উনিশ শতকে সমাজ ও ধর্মসংস্কার আন্দোলন শুরু হয়।

ব্যাখ্যা ১- এই সময়ে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যুক্তিবাদী চেতনার বিকাশ ঘটে।
ব্যাখ্যা ২- এই সময়ে ইংরেজরা একাধিক আইন পাশ করে।
ব্যাখ্যা ৩— এই সময়ে অর্থনৈতিক উন্নতি ঘটে।

ans. ব্যাখ্যা 
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
১. বাংলার প্রথম দুজন মহিলা স্নাতকের নাম লেখো।
২. পাশ্চাত্য শিক্ষাপ্রসারে ডেভিড হেয়ারের দুটি অবদান লেখো।
৩. কে, কবে, কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
৪. নব্যবঙ্গ’ কাদের বলা হয়?
৫. মেকলে মিনিটস্কী ?
৬. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?
৭. কেশবচন্দ্র সেন সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো।
৮. উনিশ শতকে ধর্মসংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল?
৯. প্রাচ্যবাদী কাদের বলা হয়?
১০. রামমোহন রায় ভারতীয় শিক্ষার পাঠক্রমে কী ধরনের পরিবর্তনের উৎসাহী ছিলেন?
১১. সতীদাহপ্রথা’ কী?
১২. কে, কবে, কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
১৩. ‘উডের ডেসপ্যাচ’ কী?
১৪. প্রাচ্যবাদী কাদের বলা হয়?
১৫. পাশ্চাত্যবাদী কাদের বলা হয় ?
১৬. নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখো।
১৭. কে, কবে বিধবাবিবাহ আইন পাশ করেন ?
১৮. কে, কবে সতীদাহপ্রথা নিষিদ্ধ করেন?
১৯. নববিধান কী?
২০. কে, কবে ব্রাক্ষ্মসমাজ প্রতিষ্ঠা করেন?
২১. বাংলার নবজাগরণ কাকে বলে?
২২. নব্যবেদান্ত’ কাকে বলে?
২৩. সাধারণ ব্রাহ্বসমাজ কে, কবে প্রতিষ্ঠা করেন?
২৪. আদি ব্রাত্যসমাজ কে, কবে প্রতিষ্ঠা করেন?
২৫. সর্বধর্ম সমন্বয় বলতে কী বোঝো?
২৬. ভারতবর্ষের ব্রাম্মসমাজ কেন বিভক্ত হল?
২৭. স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
২৮. নারীশিক্ষা বিস্তারে রাধাকান্তের ভূমিকা বিশ্লেষণ করো।

বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
১. বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
২. টীকা লেখো : বিধবাবিবাহ আন্দোলন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩. নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে ‘হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে?
৪. সতীদাহপ্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো।
৫. সমাজসংস্কার আন্দোলনে ব্রাত্যসমাজের কীরূপ ভূমিকা ছিল?
৬. নারীমুক্তি আন্দোলনে ‘বামাবোধিনী পত্রিকার ভূমিকা কী ছিল?
৭. জাতীয় জাগরণে ও সমাজসংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল?
৮. উনিশ শতকের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কী জানো?
৯. আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল ?
১০. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।

ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)
১. ব্রাহ্মসমাজের বিভাজন কীভাবে ঘটে?
২. হুতোম পেঁচার নকশা-তে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন?
৩. উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো।
৪. বাংলার নবজাগরণের সঙ্গে ইটালির নবজাগরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো।৫+৩
৫. বাংলার সমাজসংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের গুরুত্ব কী ছিল?
৬. শিক্ষাবিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব কী?উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ৫+৩
৭. উনিশ শতকের সাময়িকপত্র, সংবাদপত্র, সাহিত্য প্রভৃতি ছিল তৎকালান সমাজজীবনের আয়না—বিভিন্ন উদাহরণ সহযোগে মন্তব্যটির তাৎপং বুঝিয়ে দাও।

Chapter No:- 3
প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১. হুল’ নামে পরিচিত
(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) নীল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) কোল বিদ্রোহ
ans. (ক) সাঁওতাল বিদ্রোহ

২. বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে?
(ক) সন্ন্যাসী ও ফকির (খ) বারাসত (গ) ফরাজি (ঘ) পাগলপন্থী
ans. (ক) সন্ন্যাসী ও ফকির

৩. প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়।
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

৪. ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল
(ক) ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করা (খ) ইসলাম ধর্মের সংস্কার সাধন (গ) সমাজসংস্কার সাধন
(ঘ) কৃষক আন্দোলন গড়ে তোলা
ans. (খ) ইসলাম ধর্মের সংস্কার সাধন

৫. কে নিজেকে ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেন?
(ক) বীরসা (খ) সিধু (গ) কানু (ঘ) ভৈরব
ans. (ক) বীরসা

৬. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয়
(ক) দুটি স্তরে (খ) তিনটি স্তরে (গ) চারটি স্তরে (ঘ) পাঁচটি স্তরে
ans. (খ) তিনটি স্তরে

৭. নীল বিদ্রোহের সূচনা হয়
(ক) চৌগাছা গ্রামে (খ) রংপুরে (গ) দিনাজপুরে (ঘ) শ্রীরামপুরে
ans. (ক) চৌগাছা গ্রামে

৮. ‘দিকু’ শব্দের অর্থ হল
(ক) অপরিচিত (খ) দেশি (গ) বহিরাগত (ঘ) একই অঞ্চলের মানুষ
ans. (গ) বহিরাগত

৯. হান্টার কোন বিদ্রোহীদের ‘লাল প্রজাতন্ত্রী বলেছেন?
(ক) সাঁওতাল (খ) ওয়াহাবি (গ) ফরাজি (ঘ) মুন্ডা
ans. (গ) ফরাজি

১০. উলগুলান’ নামে পরিচিত
(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) চূয়াড় বিদ্রোহ (গ) ভিল বিদ্রোহ (ঘ) মুন্ডা বিদ্রোহ
ans. (ঘ) মুন্ডা বিদ্রোহ

১১. সুই মুন্ডা নেতৃত্ব দেন
(ক) মুন্ডা বিদ্রোহের (খ) কোল বিদ্রোহের (গ) সাঁওতাল বিদ্রোহের (ঘ) নীল বিদ্রোহের
ans. (খ) কোল বিদ্রোহের

১২. খুৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল
(ক) মুন্ডা সমাজে (খ) সাঁওতাল সমাজে (গ) কোল সমাজে (ঘ) ভিল সমাজে
ans. (ক) মুন্ডা সমাজে

১৩. মেদিনীপুরে চূয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন
(ক) রানি শিরোমণি (খ) রানি লক্ষ্মীবাঈ (গ) রাজমাতা ঝিন্দন (ঘ) রানি দুর্গাবতী
ans. (ক) রানি শিরোমণি

১৪. কোন্ বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল?
(ক) কোল বিদ্রোহে (খ) সাঁওতাল বিদ্রোহে (গ) মুন্ডা বিদ্রোহে (ঘ) চূয়াড় বিদ্রোহে
ans. (ঘ) চূয়াড় বিদ্রোহে

১৫. বাঁশের কেল্লা তৈরি করেন
(ক) তিতুমীর (খ) দুদুমিঞা (গ) বীরসা মুন্ডা (ঘ) সিধু-কানু
ans. (ক) তিতুমীর

১৬. পাবনার কৃষকবিদ্রোহ ঘটে
(ক) ১৭৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে

১৭. নীল বিদ্রোহের নেতৃত্ব দেন
(ক) রফিক মণ্ডল (খ) বুড়ি মা (গ) দুদুমিঞা (ঘ) সূর্য সেন
ans. (ক) রফিক মণ্ডল

১৮. ইংরেজদের বিরুদ্ধে সিংভূম সীমান্তে প্রতিরোধ গড়ে তোলে
(ক) কোল জাতি (খ) ভিল জাতি (গ) মুন্ডা জাতি (ঘ) সাঁওতাল জাতি
ans. (গ) মুন্ডা জাতি

১৯. সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

২০. বুধু ভগত ও জোয়া ভগত কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
(ক) কোল বিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) নীল বিদ্রোহ
ans. (ক) কোল বিদ্রোহ

২১. নীল কমিশন গঠিত হয়েছিল ।
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে

২২. বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন
(ক) দুদুমিঞা (খ) সৈয়দ আহমেদ (গ) তিতুমীর (ঘ) দিনুমিঞা
ans. (গ) তিতুমীর

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১. “উলগুলান’ শব্দের অর্থ কী?
ans. বিদ্রোহ

২. তিতুমীরের প্রকৃত নাম কী ছিল?
ans. মির নিশার আলি

৩. কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ছিলেন?
ans. রানি শিরোমণি

৪. কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিলেন?
ans. লুই বোনার্ড

৫. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
ans. বুদ্ধুভগত, জোয়া ভগত

৬. সাঁওতাল বিদ্রোহে আর কোন্ কোন্ উপজাতিরা যোগদান করেছিল?
ans. কামার, কুমোর

৭. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?
ans. ১৯৩৪ খ্রিস্টাব্দে

৮. রানি শিরোমণি কে ছিলেন?
ans. চূয়াড় বিদ্রোহের নেত্রী

৯. কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয়?
ans. ব্রিটিশ প্রশাসন

১০. হাজি শরিয়উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
ans. দুদুমিঞা

১১. চূয়াড় বিদ্রোহ’ কোথায় হয়?
ans. পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ বাঁকুড়ায়

১২. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
ans. সিধু

১৩. বীরসাইট’ কাদের বলা হয়?
ans. বীরসা মুন্ডার অনুগামীদের

১৪. ওয়াহাবি’ শব্দটির অর্থ কী?
ans. নবজাগরণ

১৫. ভারতে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন?
ans. শাহওয়ালিউল্লাহ ও তাঁর পুত্র আজিজ

১৬. বাংলায় ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন?
ans. মির নিশার আলি

১৭. মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
ans. বীরসা মুন্ডা

১৮. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বনবিভাগ গঠন করে?
ans. ১৮৬৪ খ্রিস্টাব্দে

১৯. ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ কী?
ans. পাহাড়ের প্রান্তদেশ

২০. ‘দিকু’ কাদের বলা হয়?
ans. বহিরাগত জমিদার ও মহাজনদের

২১. ফরাজি’ শব্দটির অর্থ কী?
ans. ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য

২২. ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন?
ans. হাজি শরিয়উল্লাহ

২৩. ‘লাল প্রজাতন্ত্রী’ কাদের বলা হয়?
ans. ফরাজিদের

২৪. নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
ans. দিগম্বর বিশ্বাস

২৫. নীল কমিশন কবে গঠিত হয়?
ans. ১৮৬০ খ্রিস্টাব্দে

ঠিক বা ভুল নির্ণয় করো : (প্রতিটি প্রশ্নের মান-১)
১. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় ভাগনাডিহি গ্রামে।[T]
২. পাগলপন্থী আন্দোলনের সূচনা করেন টিপু সুলতান। [F]
৩. দেবী সিং-এর অত্যাচারের বিরুদ্ধে রংপুরে বিদ্রোহ শুরু হয়। [T]
৪. ব্রিটিশ সরকার বনভূমির সংরক্ষণের জন্য অরণ্য আইন পাশ করে।[F]
৫. কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি প্রথা চালু করে। [T]
৬. বীরসা অনুগামীরা ‘বীরসাইট’ নামে পরিচিত। [T]
৭. খুৎকাঠি’ প্রথা জমির যৌথ মালিকানা স্বীকার করে না। [F]
৮. তিতুমীর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। [T]
৯. ১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকা শহরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়।[T]
১০. হাজি শরিয়উল্লাহ ফরাজি আন্দোলনের সূচনা করেন। [T]
১১. বাংলার নানাসাহেব বলা হয় রামরতন মল্লিককে।[T]

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১. সাঁওতাল বিদ্রোহের এলাকা
২. কোল বিদ্রোহের এলাকা
৩. কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর
৪. চুয়াড় বিদ্রোহের কেন্দ্র মেদিনীপুর, রাইপুর
৫. ফরাজি আন্দোলনের একটি কেন্দ্র
৬. বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্ররূপে বারাসত
৭. মুন্ডা বিদ্রোহের এলাকা
৮. নীল বিদ্রোহের একটি কেন্দ্র

নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১. বিবৃতি : ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে।

ব্যাখ্যা ১: ইংরেজরা অত্যাচার করত।
ব্যাখ্যা ২: সাঁওতালদের জোর করে যুদ্ধে নিয়ে যেত।
ব্যাখ্যা ৩: সাঁওতাল এলাকায় ঢুকে মহাজন, দেশীয় জমিদার ব্যবসায়ী ও ইংরেজরা তাদের ওপর অত্যাচার করত।

ans. ব্যাখ্যা ৩

২. বিবৃতি : উনিশ শতকের ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা বিদ্রোহী হয়ে ওঠে।

ব্যাখ্যা ১: উচ্চবর্ণের মানুষেরা তাদের ওপর অত্যাচার চালায়।
ব্যাখ্যা ২: অরণ্য আইন প্রবর্তন ও ঔপনিবেশিক আর্থিক শোষণে আদিবাসীদের চরম দুর্দশার সম্মুখীন হতে হয়।
ব্যাখ্যা ৩: স্থানীয় জমিদাররা আদিবাসীদের ওপর আর্থিক শোষণ চালায়।

ans. ব্যাখ্যা ২

৩.বিবৃতি : ব্রিটিশ সরকার ভারতের বনজ সম্পদ সংরক্ষণের জন্য আইন পাশ করে।

ব্যাখ্যা ১: রেলপথ নির্মাণ ও জাহাজ তৈরির জন্য।
ব্যাখ্যা ২ : পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য।
ব্যাখ্যা ৩: ইংল্যান্ডে বনজ সম্পদ পাঠাবার জন্য।

ans. ব্যাখ্যা ১

৪. বিবৃতি : উনিশ শতকে ভারতে বারবার কৃষকবিদ্রোহ ঘটে।
ব্যাখ্যা ১: ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শাসন নীতির জন্য।
ব্যাখ্যা ২: ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা অর্জন করারজন্য।
ব্যাখ্যা ৩: অন্যান্য বিদেশিদের প্রচ্ছন্ন সহযোগিতার জন্য।

ans. ব্যাখ্যা ১

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
১. খুকাঠি প্রথা কী?
২. “দিকু’ কাদের বলা হয়?
৩. চূয়াড় কাদের বলা হয়?
৪. কেনারাম ও বেচারাম কী?
৫. উনিশ শতকের উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল?
৬. মুন্ডা বিদ্রোহের দুটি কারণ লেখো।
৭. সাঁওতাল বিদ্রোহের চারজন নেতার নাম লেখো।
৮. বারাসত বিদ্রোহ কী?
৯. কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয়?
১০. ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন?
১১. ফরাজি আন্দোলনের নাম ফরাজি হয় কেন?
১২. এলাকা চাষ বলতে কী বোঝো?
১৩. নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো।
১৪. বিশ্বাস ভ্রাতৃদ্বয় কেন বিখ্যাত?
১৫. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
১৬. নীলকর সাহেবরা কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করত সংক্ষেপে আলোচনা করো

বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
১. তিতুমীর ওয়াহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
২. নীল বিদ্রোহ সফল হওয়ার পিছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয়?
৩. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা স্পষ্ট করো।
৪. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো।
৫. তরিখ-ই-মহম্মদীয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়?
৬. ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল?
৭. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো।
৮. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হওয়ার পিছনে কী কী কারণ ছিল?

❒  ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)
১। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে যা জানো লেখো। ৫+৩
২। নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো।
৩। কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো।
৪। বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো।
৫। ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
৬। ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল?

                    Chapter No:- 4
সংঘবদ্ধতার গোরার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
❒  প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১। জমিদার সভা প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে

২। ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে
(ক) ভারত সভা (খ) ইন্ডিয়ান লিগ (গ) জাতীয় কংগ্রেস (ঘ) মুসলিম লিগ
ans. (ক) ভারত সভা

৩। বঙ্গভাষা প্রকাশিকা’ সভার সম্পাদক ছিলেন
(ক) কালীনাথ রায় (খ) গৌরীশঙ্কর তর্কবাগীশ (গ) রাধাকান্ত দেব (ঘ) প্রসন্নকুমার ঠাকুর
ans. (ঘ) প্রসন্নকুমার ঠাকুর

৪। বিদ্রোহী সিপাহীদের নেতৃত্বদানকারী নানা সাহেবের সামরিক বাহিনীর নেতা ছিলেন
(ক) কুনওয়ার সিং (খ) মঙ্গল পান্ডে (গ) তাতিয়া টোপি (ঘ) খান বাহাদুর খান
ans. (গ) তাতিয়া টোপি

৫। মহাবিদ্রোহের সময় ভারতের বডোলাট ছিলেন
(ক) ক্যানিং (খ) ডালহৌসি (গ) কার্জন (ঘ) বেন্টিঙ্ক
ans. (ক) ক্যানিং

৬। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করে।
(ক) মহারানি ভিক্টোরিয়া (খ) লর্ড ক্যানিং (গ) ভারত সচিব (ঘ) ভাইসরয়
ans. (ক) মহারানি ভিক্টোরিয়া

৭। কার্ল মার্কস ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন
(ক) জাতীয় বিদ্রোহ (খ) মহাবিদ্রোহ (গ) সিপাহী বিদ্রোহ (ঘ) গণবিদ্রোহ
ans. (ক) জাতীয় বিদ্রোহ

৮। হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন।
(ক) রাজনারায়ণ বসু (খ) দ্বারকানাথ ঠাকুর (গ) গৌরীশঙ্কর ভট্টাচার্য (ঘ) নবগোপাল মিত্র
ans. (ঘ) নবগোপাল মিত্র

৯। হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৬৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৮৬৭ খ্রিস্টাব্দে

১০। “বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক হলেন
(ক) স্বামী বিবেকানন্দ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) অরবিন্দ ঘোষ (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ans. (ক) স্বামী বিবেকানন্দ

১১। মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ’ বলেছেন
(ক) সুভাষচন্দ্র বসু (খ) সাভারকার (গ) রমেশচন্দ্র (ঘ) সুরেন্দ্রনাথ
ans. (খ) সাভারকার

১২। মহাবিদ্রোহকে ‘সামন্ত বিদ্রোহ’ বলেছেন
(ক) কার্ল মার্কস (খ) রমেশচন্দ্র (গ) সুভাষচন্দ্র (ঘ) সাভারকার
ans. (খ) রমেশচন্দ্র

১৩। সিপাহীদের বিদ্রোহ দমন করা উচিত বলে মনে করতেন
(খ) কৃষ্ণকমল ভট্টাচার্য (গ) শ্যামসুন্দর সেন (ঘ) চণ্ডীচরণ সেন
ans. (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৪। গোরা’ উপন্যাসটি রচনা করেন
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) স্বামী বিবেকানন্দ
ans. (গ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৫। মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৮৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৮৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৮৮৪ খ্রিস্টাব্দে

১৬। কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলে টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারণ হিসেবে উঠে আসে?
(ক) সাঁওতাল বিদ্রোহে (খ) কোল বিদ্রোহে (গ) সিপাহী বিদ্রোহে (ঘ) মুন্ডা বিদ্রোহে
ans. (গ) সিপাহী বিদ্রোহে

১৭। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৪২ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৪ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪৬ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৮৪২ খ্রিস্টাব্দে

১৮। ভারতমাতা’ ছবিটির স্রষ্টা
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর (ঘ) নন্দলাল বসু
ans. (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

১৯। বন্দেমাতরম’ সংগীতটি নেওয়া হয়েছে
(ক) “গোরা’ থেকে (খ) বর্তমান ভারত থেকে (গ) ‘আনন্দমঠ’ থেকে (ঘ) ‘জীবনস্মৃতি থেকে
ans. (গ) ‘আনন্দমঠ’ থেকে

২০। হিন্দুমেলার উদ্দেশ্য ছিল
(ক) ব্রিটিশবিরোধী আন্দোলন সংগঠিত করা (খ) হিন্দুধর্মের সংস্কার সাধন (গ) দেশজ শিল্পের প্রসার (ঘ) জাতীয়তাবাদী ভাবধারার প্রসার
ans. (গ) দেশজ শিল্পের প্রসার

২১। রবীন্দ্রনাথের ‘গোরা' উপন্যাসটি প্রকাশিত হয়
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে (গ) ১৯১০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
ans. (গ) ১৯১০ খ্রিস্টাব্দে

২২। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান
(ক) ভারত সভা (খ) জমিদার সভা (গ) জাতীয় কংগ্রেস (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
ans. (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

❍অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১। হিন্দুমেলা’ প্রথমে কী নামে পরিচিত ছিল?
ans. চৈত্র মেলা

২। হিন্দুমেলার বার্ষিক সভায় কোন গানটি গাওয়া হয়?
ans. গাও ভারতের জয়গান

৩। কীসের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
ans. মহারানীর ঘোষণাপত্র

৪। ‘আনন্দমঠ উপন্যাসে লেখক কোন সময়ের কথা তুলে ধরেছেন?
ans. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময়কাল

৫। কোন্ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত?
ans. ‘আনন্দমঠ

৬। ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেন?
ans. অবনীন্দ্রনাথ ঠাকুর

৭। বিবেকানন্দের বর্তমান ভারত’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
ans. ১৮৯৯ খ্রিস্টাব্দে

৮। এনফিল্ড রাইফেলের টোটা কীভাবে ব্যবহার করতে হত?
ans. দাঁতে কেটে

৯| ভারত সভার নেতৃত্বে গড়ে ওঠা দুটি আন্দোলনের উল্লেখ করো।
ans. ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন, সিভিল সার্ভিস আন্দোলন

১০। ব্রিটিশ ভারত সভা কোন দুটি সংস্থাকে যুক্ত করে গড়ে ওঠে?
ans. জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি

১১। ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহ সম্পর্কে জে বি নর্টন কী মন্তব্য করেছিলেন?
ans. জাতীয় বিদ্রোহ

১২। কে ‘বন্দেমাতরম’সংগীতটির সুর দেন?
ans. যদু ভট্ট

১৩। ভারতের প্রথম ভাইসরয় কে?
ans. লর্ড ক্যানিং

১৪। ইলবার্ট বিল কে রচনা করেন?
ans. লর্ড রিপনের আইনসচিব কোর্টনি ইলবার্ট

১৫।‘গোরা’ উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখো।
ans. পরেশবাবু ও কৃয়দয়াল

১৬। ১৮৫৭-এর বিদ্রোহ কোন্ কোন্ অঞলে অনুষ্ঠিত হয়?
ans. অযোধ্যা ও বিহারে

১৭। ভারত সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
ans. কলকাতার অ্যালবার্ট হলে

১৮| বঙ্গভাষা প্রকাশিকা সভায় কী বিষয়ে আলোচনা হত?
ans. ভারতবাসীর মঙ্গল ও অমঙ্গল বিষয়ে

১৯। সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ কে?
ans. মঙ্গল পান্ডে

২০। জমিদার সভার সঙ্গে যুক্ত কয়েকজনের নাম উল্লেখ করো।
ans. দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রাধাকান্ত দেব প্রমুখ


ঠিক বা ভুল নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। ১৮৫৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে।[T]
২। বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের জাতীয়তাবাদী প্রথম সংগঠন।[T]
৩। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।[F]
৪। সমকালীন বাঙালি বুদ্ধিজীবীগণ মহাবিদ্রোহকে সমর্থন করেছিল।[F]
৫। রাজনারায়ণ বসু হিন্দুমেলার অন্যতম প্রতিষ্ঠাতা।[T]
৬। ১৮৭৬ খ্রিস্টাব্দে ভারত সভা কলকাতা শহরে প্রতিষ্ঠিত হয়।[T]
৭। গোরা’ উপন্যাসে মানবপ্রেম, দেশপ্রেম ও দেশাত্মবোধের সমন্বয় ঘটেছে।[T]
৮। ১৮৭৯ খ্রিস্টাব্দে বর্তমান ভারত’ গ্রন্থাকারে প্রকাশিত হয়।[F]
৯। ‘আনন্দমঠ’ জাতীয় আন্দোলনের গীতা।[T]
১০। ভারতমাতা চিত্রটিতে ভারতমাতার চারটি হাত।[T]
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : (প্রতিটি প্রশ্নের মান-১)

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১। মহাবিদ্রোহের এলাকা।
২। মহাবিদ্রোহের কেন্দ্ররূপে ব্যারাকপুর, অযোধ্যা, কানপুর, দিল্লী, ঝাসী, বেরিলি ও মীরাট

বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১। বিবৃতি : শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহকে স্বাগত জানায়নি

ব্যাখ্যা ১: তারা বিদ্রোহীদের স্বার্থের সঙ্গে নিজেদের স্বার্থের কোনো যোগ খুঁজে পায়নি।
ব্যাখ্যা ২ : তারা বিদ্রোহের মধ্যে প্রাক্-ব্রিটিশ যুগের নৈরাজ্যময় অবস্থার পুনরাবির্ভাবের সম্ভাবনা দেখেছিল।
ব্যাখ্যা ৩ : তারা ইংরেজদের প্রতি অনুগত থাকতে চেয়েছিল।

ans. ব্যাখ্যা ২

২। বিবৃতি : উনিশ শতককে সভাসমিতির যুগ বলা হয়।

ব্যাখ্যা ১: উনিশ শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সভাসমিতি গড়ে ওঠে।
ব্যাখ্যা ২: ড. অনিল বসু উনিশ শতককে ‘সভাসমিতির যুগ বলে অভিহিত করেছেন।
ব্যাখ্যা ৩: উনিশ শতকের সভাসমিতির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল জাতীয় কংগ্রেস।

ans. ব্যাখ্যা ১

৩। বিবৃতি : গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলেন।

ব্যাখ্যা ১: তিনি সমকালীন সমাজ ও সময়ের ছবি আঁকেন।
ব্যাখ্যা ২ : তিনি বাস্তবধর্মী ছবি আঁকার প্রতি মনোনিবেশ করেন।
ব্যাখ্যা ৩: তিনি সমকালীন নানান অসংহতিকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেন।

ans. ব্যাখ্যা ৩

৪। বিবৃতি : ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে দেশীয় সিপাহীরা বিদ্রোহ করে।

ব্যাখ্যা ১।ইংরেজরা দেশীয় সিপাহীদের ওপর অকথ্য অত্যাচার
ব্যাখ্যা ২। দেশীয় সিপাহীদের সঙ্গে ইংরেজরা বৈষম্যমূলক আচরণ।
ব্যাখ্যা ৩ ; দেশীয় সিপাহীরা বিনা বেতনে কাজ করতে বাধ্য হত।

ans. ব্যাখ্যা ২

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
১। ‘ইলবার্ট বিল' কী?
২। সভাসমিতির যুগ” কাকে বলে?
৩। জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল?
৪। হিন্দুমেলা গড়ে ওঠার পিছনে কী কারণ ছিল ?
৫। সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করেছিল?
৬। ভারতের ধর্মীয় বিষয়ে গোরার কী উপলদ্ধি ছিল ?
৭। ১৮৫৭-র বিদ্রোহকে কারা, কেন জাতীয় বিদ্রোহ’ বলেছেন?
৮। বঙ্গভাষা প্রকাশিকা’ সভার সীমাবদ্ধতা কী ছিল?
৯। কে, কেন ‘ভাইসরয়’ উপাধি লাভ করেন?
১০। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বিষয় কী ছিল?
১১। শিক্ষিত বাঙালি সমাজ কেন ১৮৫৭-র বিদ্রোহকে সমর্থন করেনি?
১২। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি এর উদ্দেশ্য কী ছিল?
১৩। মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা কাকে, কেন ভারতের সম্রাট’ বলে ঘোষণা করে?
১৪। অযোধ্যাতে মহাবিদ্রোহ কীরূপ আকার ধারণ করেছিল?
১৫। মহারানীর ঘোষণাপত্রের প্রধান ঘোষণাগুলি কী কী?
১৬। হিন্দুমেলা কেন ‘চৈত্রমেলা’ নামে পরিচিত ছিল?
১৭। অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত সভার আন্দোলন কী ছিল?
১৮। হিন্দুমেলার সঙ্গে যুক্ত কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম লেখো।
১৯। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি ব্যঙ্গচিত্রের নাম লেখো।
২০। জাতীয়তাবাদের বিকাশে ‘আনন্দমঠ’-এর ভূমিকা বিশ্লেষণ করো।

বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
১। বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে?
২। মহাবিদ্রোহকে কি জাতীয় সংগ্রাম বলা যায় ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩। ভারতের জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা উল্লেখ করো।
৪। টীকা লেখো : বঙ্গভাষা প্রকাশিকা সভা।
৫। ভারত সভা গঠনের উদ্দেশ্যগুলি কী কী ছিল?
৬। ভারতমাতা চিত্রটির মধ্য দিয়ে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে?
৭। ভারতের জাতীয় চেতনার বিকাশে ‘গোরা’ ও বিশ্বকবির ভূমিকা লেখো।
৮। টীকা লেখো : সভাসমিতির যুগ।
৯। জমিদার সভা সম্পর্কে যা জানো লেখো।
১০। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
১১। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণির মনোভাব আলোচনা করো।

বিভাগব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)

১। জাতীয়তাবাদী ভাবধারার ক্ষেত্রে হিন্দুমেলার অবদান উল্লেখ করো।
২। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
৩। ভারতের জাতীয়তাবাদের বিকাশে সাহিত্যিক ও শিল্পীদের ভূমিকা লেখো।৫+৩
৪। ভারত সভার মূল উদ্দেশ্যগুলি কী কী ছিল? ভারত সভার নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক
আন্দোলনগুলির পরিচয় দাও। ৩+৫
৫। কোন্ সময়কে সভাসমিতির যুগ বলা হয়? ওই যুগের সভাসমিতির বৈশিষ্ট্যগুলি লেখো। ৩+৫
৬।গোরা’ উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো।
৭। লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। ৫+৩
 
                      Chapter No:- 5
বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
(উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত)

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)

১। প্রথম বই ছাপা হয়েছিল
(ক) চিনে (খ) ইংল্যান্ডে (গ) ভারতে (ঘ) ইউরোপে
ans. (ক) চিনে

২। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়।
(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে (খ) ১৯১৪ খ্রিস্টাব্দে (গ) ১৯১৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
ans. (খ) ১৯১৪ খ্রিস্টাব্দে

৩। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি?
(ক) ‘বেঙ্গল গেজেট’ (খ) “দিগদর্শন’(গ) সমাচার দর্পণ (ঘ) সংবাদ সমাচার
ans. (গ) সমাচার দর্পণ

৪। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে
ans. (ক) ১৯০৬ খ্রিস্টাব্দে

৫। ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন
(ক) হালেদ (খ) চার্লস উইলকিন্স (গ) পঞ্চানন কর্মকার (ঘ) সুরেন্দ্রনাথ মজুমদার
ans. (গ) পঞ্চানন কর্মকার

৬। সাহিত্যকীর্তির জন্য পুরস্কারের ব্যবস্থা করেন
(ক) বসুমতী প্রেস (খ) ইন্ডিয়ান প্রেস (গ) ইউ এন রায় অ্যান্ড সন্স (ঘ) কুন্তলীন প্রেস
ans. (ক) বসুমতী প্রেস

৭। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।
(ক) জগদীশচন্দ্র বসু (খ) প্রফুল্লচন্দ্র রায় (গ) তারকনাথ পালিত (ঘ) সত্যেন্দ্রনাথ বসু
ans. (ক) জগদীশচন্দ্র বসু

৮। উইলিয়াম কেরী ছাপাখানা প্রতিষ্ঠা করেন
(ক) শ্রীরামপুরে (খ) কলকাতায় (গ) উঁচড়াতে (ঘ) চন্দননগরে
ans. (ক) শ্রীরামপুরে

৯। বিশ্বভারতীর উদবোধক ছিলেন
(ক) ব্রজেন্দ্রনাথ শীল (খ) কানাইলাল বসু (গ) সতীশচন্দ্র রায় (ঘ) মোহিতচন্দ্র সেন
ans. (ক) ব্রজেন্দ্রনাথ শীল

১০। IACS প্রতিষ্ঠা করেন
(ক) মহেন্দ্রলাল সরকার (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) জগদীশচন্দ্র বসু
ans. (ক) মহেন্দ্রলাল সরকার

১১। ইউ এন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয়
(ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে (খ) ১৯১০ খ্রিস্টাব্দে (গ) ১৯১২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
ans. (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে

১২। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন?
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) সুকুমার রায় (গ) পঞ্চানন কর্মকার (ঘ) চালর্স উইলকিন্স
ans. (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

১৩। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) রথীন্দ্রনাথ ঠাকুর (ঘ) দ্বারকানাথ ঠাকুর
ans. (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

১৪। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়
(ক) ১৯১৮ খ্রিস্টাব্দে (খ) ১৯২১ খ্রিস্টাব্দে (গ) ১৯২২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে
ans. (গ) ১৯২২ খ্রিস্টাব্দে

১৫। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন
(ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (খ) আচার্য জগদীশচন্দ্র বসু (গ) মেঘনাদ সাহা (ঘ) সত্যেন্দ্রনাথ বসু
ans. (ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

১৬। প্রথম সচিত্র বাংলা বই হল
(ক) ‘প্রতাপাদিত্য চরিত্র (খ) “অন্নদামঙ্গল’ (গ) “বর্ণপরিচয় (ঘ) ‘শিশুশিক্ষা
ans. (খ) “অন্নদামঙ্গল’

১৭। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন
(ক) প্রসন্নকুমার ঠাকুর (খ) গুরুদাস বন্দ্যোপাধ্যায় (গ) রাসবিহারী ঘোষ (ঘ) অরবিন্দ ঘোষ
ans. (ঘ) অরবিন্দ ঘোষ

১৮। কোন্ আবিষ্কারে জগদীশচন্দ্র বসুর অবদান বিশ্বে স্বীকৃতি পেয়েছে?
(ক) বেতার (খ) দূরদর্শন (গ) চলচ্চিত্র (ঘ) ভিডিয়া
ans. (ক) বেতার

১৯। ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) রামাদ রায় (গ) নন্দলাল বসু (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
ans. (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২০। ভারতে ভূতত্ত্ব অনুশীলনের পুরোধা ছিলেন
(ক) প্রফুল্লচন্দ্র রায় (খ) জগদীশচন্দ্র বসু (গ) মেঘনাদ সাহা (ঘ) প্রমথনাথ বসু
ans. (ঘ) প্রমথনাথ বসু

২১। বার্তাবহ যন্ত্র’ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়
(ক) কলকাতায় (খ) শ্রীরামপুরে (গ) রংপুরে (ঘ) ঢাকায়
ans. (ঘ) ঢাকায়

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)

১। রমন ক্রিয়া’ কে আবিষ্কার করেন?
ans. সি ভি রমন

২। বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ans. হুগলিতে

৩। কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়?
ans. মাদ্রাজে

৪। প্রতাপাদিত্য চরিত্র’ কার রচনা?
ans. রামরাম বসুর

৫। কাদের উদ্যোগে ও সহযোগিতায় কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয়?
ans. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেন্দ্রলাল সরকার ও কেশবচন্দ্র সেন

৬। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল?
ans. ১৯৫১ খ্রিস্টাব্দে

৭। পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ans. কুমারখালিতে

৮৷ ‘বর্ণপরিচয়’ গ্রন্থটির রচয়িতা কে?
ans. বিদ্যাসাগর

৯। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানাটির নাম কী ছিল?
ans. ইউ এন রায় অ্যান্ড সন্স

১০। কোন্ গ্রন্থটিকে বাংলার প্রথম প্রাইমার বলা হয়?
ans. “শিশুশিক্ষা

১১। কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন?
ans. রাসবিহারী ঘোষ

১২। এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কী ছিল?
ans. এশিয়াটিক রিসার্চেস

১৩। কে ‘ছাপাখানার জনক’ নামে পরিচিত?
ans. গুটেনবার্গ

১৪। কবে ‘বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়?
ans. ১৯১৭ খ্রিস্টাব্দে

১৫। পাখি সব করে রব’ কবিতাটি কার লেখা?
ans. মদনমোহন তর্কালঙ্কারের

১৬। CET-এর পুরোনাম কী?
ans. কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

১৭। টেক’ কাদের প্রকাশিত জার্নাল ?
ans. কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর ছাত্রছাত্রীদের

১৮। রামরাম বসু কে ছিলেন?
ans. প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতা

১৯। কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়?
ans. ১৫৫৪ খ্রিস্টাব্দে

২০। কে ‘টুনটুনির বই রচনা করেন?
ans. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২১। কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?
ans. ৯২ জন

২২। কে শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
ans. উইলিয়াম কেরী

ঠিক বা ভুল নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। IACS-এর সঙ্গে যুক্ত ছিলেন সি ভি রমন।[T]
২। ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রথম ছাপা বই ‘আবোল তাবোল।[T]
৩। গোয়াতে সর্বপ্রথম ভারতবর্ষে পোর্তুগিজরা মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে।[T]
৪। ছাপাখানার প্রসারের ফলে শিক্ষার বিস্তার ঘটে।[T]
৫। গাছের প্রাণ আছে এটি আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়।[F]
৬। জাতীয় শিক্ষা পরিষদ ১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।[T]

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)

১। উচ্চশিক্ষার কেন্দ্ররূপে শান্তিনিকেতন
২। ভারতের প্রথম ছাপাখানার কেন্দ্ররূপে গোয়া
৩। কারিগরি শিক্ষার কেন্দ্ররূপে শিবপুর
৪। ছাপাখানার কেন্দ্ররূপে শ্রীরামপুর

নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)

1। বিবৃতি : বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটান।

ব্যাখ্যা ১: এজন্য গাছের তলায় খোলা আকাশের নীচে ক্লাস হত।
ব্যাখ্যা ২ : শিক্ষার্থীরা প্রকৃতি থেকে শিক্ষা লাভ করত, কোনো বই ছিল না।
ব্যাখ্যা ৩ : শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠক্রম ছিল না।

ans. ব্যাখ্যা ২

২। বিবৃতি : প্রথম দিকে বিজ্ঞানচর্চা ব্যক্তিগত উদ্যোগেই শুরু হয়।

ব্যাখ্যা ১: বিজ্ঞান বিষয় পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক পাওয়া যেত।
ব্যাখ্যা ২ : বিজ্ঞানের সিলেবাস উন্নত মানের ছিল না।
ব্যাখ্যা ৩: উচ্চস্তরে বিজ্ঞান পঠনপাঠন ও গবেষণার সুযোগ ছিল।

ans. ব্যাখ্যা ৩

৩। বিবৃতি : ছাপাখানা স্থাপনের ফলে এদেশে শিক্ষার প্রসার ঘটে

ব্যাখ্যা ১: ছাপাবই-এর দাম কম হওয়ার ফলে সহজেই শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারে।
ব্যাখ্যা ২ : শিক্ষকদের পাঠদান সহজ হয়।
ব্যাখ্যা ৩: শিক্ষকদের প্রতি নির্ভরতা হ্রাস পায়।

ans. ব্যাখ্যা ১

৪।বিবৃতি : বাংলার হুগলিতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে ওঠে।

ব্যাখ্যা ১: ইংরেজ প্রশাসন ছাপাখানা স্থাপনের বিরোধী ছিল।
ব্যাখ্যা ২: হুগলিতে ভালো কারিগর ছিল।
ব্যাখ্যা ৩: হুগলিতে ভালো কাগজ পাওয়া যেত।

ans. ব্যাখ্যা ১

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)

১। উইলিয়াম কেরী কে ছিলেন?
২। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলি লেখো।
৩। IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৪। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বই-এর নাম লেখো।
৫। শিক্ষাব্যবস্থায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কী ছিল?
৬। শ্রীরামপুর ত্রয়ী’ কারা?
৭। বসু বিজ্ঞান মন্দিরে কোন্ কোন্ বিষয়ে গবেষণা হত?
৮। ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগে গুরুদাস চট্টোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য কেন?
৯। জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ লেখো।
১০। তারকনাথ পালিত কে ছিলেন?
১১। টেগোর অ্যান্ড কোং’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
১২। রবীন্দ্রনাথ কেন ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন?
১৩। স্থানীয় স্কুল সম্বন্ধে কী জানো?
১৪। অনারেবল কোম্পানিজ প্রেস সম্পর্কে কী জানো?
১৫। মহেন্দ্রলাল সরকার কে ছিলেন?
১৬। বাংলায় মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত কোন কোন নতুন পেশার উদ্ভব হয় ?
১৭। কে, কবে ‘সন্দেশ’ পত্রিকাটি প্রকাশ করেন ?
১৮। বেঙ্গল ন্যাশনাল কলেজে শিক্ষাদানকারী কয়েকজন খ্যাতনামা শিক্ষকের নাম লেখো।
১৯। জাতীয় শিক্ষা বলতে কী বোঝো?
২০। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কে ছিলেন?
২১। উনবিংশ শতকে বাংলায় ছাপাখানা প্রসারের একটি পরিসংখ্যান দাও।
২২। রবীন্দ্রনাথের মতে, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বা কাজ কী?
২৩। ঔপনিবেশিক শিক্ষাকাঠামোর বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা দুটি উদ্যোগ উল্লেখ করো।
২৪। পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?
২৫। কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন ‘গোলদিঘির গোলখানা’ বলে ব্যঙ্গ করা হয়?
২৬। বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
২৭। ভারতে সর্বপ্রথম কারা, কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে?
২৮। ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে বাংলায় গণশিক্ষার পরিস্থিতি কীরূপ ছিল?

বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)

১। বাংলার বিজ্ঞানচর্চায় IACS-এর ভূমিকা লেখো।
২। বাংলাদেশে ছাপাখানার আধুনিকীকরণে ইউ এন রায়চৌধুরীর অবদান আলোচনা করো।
৩। টীকা লেখো : কলকাতা বিজ্ঞান কলেজ।
৪। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক অলোচনা করো।
৫। বাংলায় ছাপাখানা শিক্ষাবিস্তারের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল?
৬। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে করো?
৭। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো।
৮। কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর অবদান কী ছিল?
৯। ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে কি রবীন্দ্রনাথ সমর্থন করেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও
১০। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশের কী ভূমিকা ছিল?
১১। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো
১২। বাংলার ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগ সম্পর্কে কী জানো?
১৩। আধুনিক বিজ্ঞানচর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো।

ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)
১। ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ছাপাখানা কীভাবে শিক্ষাবিস্তারে সাহায্য করে? ৩+৫
২। ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলি লেখো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। (৩+৫)
৩। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে আলোচনা করো।
৪। ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে?
৫। “ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সক্রিয়তার মধ্য দিয়েও বাংলায় বিজ্ঞানচর্চা প্রসার লাভ করে”—এই মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
৬। ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করো।
৭। ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও।
৮। রবীন্দ্রনাথের শিক্ষাভাবনায় মানুষ সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি ছিল ? মানবকল্যাণে রবীন্দ্রনাথের কয়েকটি পদক্ষেপের উল্লেখ করো। 

Post a Comment

0 Comments
close