West Bengal Madhyamik 2021 History Suggestion Long Question (8) Part 1

0
West Bengal Madhyamik 2021 History Suggestion for WBBSE Class 10 Exam. Get West Bengal Madhyamik History Suggestion 2021most important questions for test and final Exam. Upto 90% common questions in final exam/ Madhyamik exam.
Madhyamik History Suggestion
Madhyamik History Very Long Question Part-1


❒ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১
                                      
● অধ্যায় সমূহ :- দ্বিতীয় - চতুর্থ
❍ প্রশ্নের মান - ৮
❐ পর্ব :- প্রথম 
❒ ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)
              
            ।। দ্বিতীয় অধ্যায় ।।
        ▧ বৈশিষ্ঠ্য ও পর্যালোচনা ▧

১. ব্রাহ্মসমাজের বিভাজন কীভাবে ঘটে?

২. হুতোম পেঁচার নকশা-তে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন?

৩. উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো।

৪. বাংলার নবজাগরণের সঙ্গে ইটালির নবজাগরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো।৫+৩

৫. বাংলার সমাজসংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের গুরুত্ব কী ছিল?

৬. শিক্ষাবিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব কী?উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 

৭. উনিশ শতকের সাময়িকপত্র, সংবাদপত্র, সাহিত্য প্রভৃতি ছিল তৎকালান সমাজজীবনের আয়না—বিভিন্ন উদাহরণ সহযোগে মন্তব্যটির তাৎপং বুঝিয়ে দাও।           
___________________________________

            ।। তৃতীয় অধ্যায় ।।
 প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ 

১। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে যা জানো লেখো। ৫+৩

২। নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো।

৩। কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো।

৪। বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো।

৫। ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।

৬। ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল?
___________________________________               
             ।। চতুর্থ অধ্যায় ।।
           সংঘবদ্ধতার গোরার কথা :
             ⬤ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ ⬤

১। জাতীয়তাবাদী ভাবধারার ক্ষেত্রে হিন্দুমেলার অবদান উল্লেখ করো।

২। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।

৩। ভারতের জাতীয়তাবাদের বিকাশে সাহিত্যিক ও শিল্পীদের ভূমিকা লেখো।৫+৩

৪। ভারত সভার মূল উদ্দেশ্যগুলি কী কী ছিল? ভারত সভার নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক আন্দোলনগুলির পরিচয় দাও। ৩+৫

৫। কোন্ সময়কে সভাসমিতির যুগ বলা হয়? ওই যুগের সভাসমিতির বৈশিষ্ট্যগুলি লেখো। ৩+৫

৬।গোরা’ উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো।

৭। লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। 

                       ❐ সমাপ্ত ❐
____________________________________________________________________________________

❐ কেন আমাদের সাজেশন গুরুত্বপূর্ণ?

❍ আমদের সাজেশনের বৈশিষ্ট্য ❍

১) ৯০% প্রশ্ন কমন ।
২) অধ্যায় ভিত্তিক প্রশ্নের সংযোজন ।
৩) প্রতিটি বিষয়ে প্রশ্নের উত্তর আলোচনা 
৪) টেস্ট ও ফাইনালের নমুনা প্রশ্নপত্র ।
৫) বিগত বছরের প্রশ্নপত্র ।
৬) অনলাইন টেস্ট এর সুবিধা।
৭) মক্ টেস্ট এর প্রশ্নপত্র ।
৮) অনুশীলনীর সমাধান ।
৯) প্রতিদিন এর অনুশীলনীর অভ্যাস
১০) "To The Point " এ উত্তর। 
__________________________________________________________________________________________
⬤ WBBSE MADHYAMIK SUGGESTION PROBABILITY.

❍ Upto 90% questions will be in Madhyamik exam.
❍ We suggest this suggestion to carry good marks in Madhyamik 2021 history examination.

_____________________________________________
Contact Us:-

মাধ্যমিক 2021 পরীক্ষা প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের সাজেশান্ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন উল্লিখিত নম্বরে ।
 ❐ 7550814404
 shubhadipmvv@gmail.com

__________________________________________________________________________________________
❐ Thanks for visiting our website.  

Post a Comment

0 Comments
close